1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সচিবালয়ে সাংবাদিক নির্যাতনকারীদের কঠোর শাস্তি দাবি রাজশাহী প্রেসক্লাবের

আমানুল্লাহ আমান, রাজশাহী জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ২০, ২০২১, ০৩:১৩ পিএম সচিবালয়ে সাংবাদিক নির্যাতনকারীদের কঠোর শাস্তি দাবি রাজশাহী প্রেসক্লাবের
ছবিঃ আগামী নিউজ

রাজশাহীঃ প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে তাকে শুধু বেকসুর খালাস প্রদানই নয়, বরং সচিবালয়ে তার ওপর নির্যাতনকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কঠোর শাস্তি দাবি করেছে রাজশাহী প্রেসক্লাব ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ।

বৃহস্পতিবার (২০ মে) সকাল ১০টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে প্রতিষ্ঠান দুটির যৌথ উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদী মানববন্ধনে এমন দাবি জানানো হয়।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ  সভাপতি সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান। সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন- রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মলয় ভৌমিক, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম খান, আজীবন সদস্য গোলাম সারওয়ার, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহঃ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, সালাউদ্দীন মিন্টু, বিটিসি নিউজের সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা, দৈনিক উপচারের সম্পাদক ড. আবু ইউসুফ সেলিম, ডেইলি বাংলাদেশ পোস্টের কপি এডিটর এন্ড রিজিওনাল করেসপনডেন্ট সরকার শরিফুল ইসলাম, রাজশাহী প্রেসক্লাবের সহঃ সভাপতি চ্যানেল আই‘র স্টাফ রিপোর্টার আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. আনিসুজ্জামান, প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহাম্মদ আজাদ, জিটিভির স্টাফ রিপোর্টার রাশেদ রিপন, রাজশাহী ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়শনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট দিল সেতারা চুনি, নারী সংগঠক মর্জিনা পারভিন, নারী উদ্দোক্তা আঞ্জুমান আরা লিপি প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমলাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। এরইমধ্যে করোনাকালে দৃশ্যমান হয়েছে স্বাস্থ্যখাতে লাগামহীন দুর্নীতির চিত্র।

এসব নিয়ে লেখালেখি করায় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক রোজিনা ইসলাম। সচিবালয়ে আটকে রেখে তার ওপর নির্যাতন চালিয়েছে দুর্নীতিবাজ কর্মকর্তারা। উল্টো তার বিরুদ্ধেই দেয়া হয়েছে মামলা, পাঠানো হয়েছে কারাগারে। স্বাধীনতার ৫০ বছরে এসে এমন ন্যক্কারজনক ঘটনা জাতি প্রত্যাশা করে নি। সচিবালয়ে সাংবাদিক নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকেরই কঠোর শাস্তি হওয়া উচিত।

বক্তারা আরো বলেন, প্রয়োজনে সচিবালয়ে সাংবাদিক নির্যাতনকারীদের গ্রেপ্তার করে  জনগণের হাতে সোপর্দ করতে হবে, দেশের জনগণই এদের উচিত শিক্ষা দেবে। তবেই আর কোনো লুটেরা-দুর্নীতিবাজ চক্র তাদের কালো হাত সাহসী কলম সৈনিকদের ওপর ফেলার দুঃসাহস পাবে না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ নয়, এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সারাদেশের সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্রীয়ভাবে বিশেষ উদ্যোগ গ্রহণ করার জন্যও সরকারের প্রতি আহবান জানান বক্তারা।

এছাড়া রাজশাহীর তালাইমারী বালুঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করারও দাবি জানানো হয়।

এ দিনের প্রতিবাদী কর্মসূচিতে রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নুরে ইসলাম মিলন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক দৈনিক ভোরের কাগজ ও আগামী নিউজের প্রতিনিধি আমানুল্লাহ আমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকনুজ্জামান রিপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, ২৫ নম্বর ওয়ার্ড আহবায়ক মো. ইউসুফ, ২২ নম্বর ওয়ার্ড আহবায়ক রায়হানুল ফেরদৌস রাসেল, ১৭ নম্বর ওয়ার্ড আহবায়ক সাহিদুর রহমান, সদস্য রাকিবুল হাসান শুভ, ইকবাল হাসান টাইগার, আলমগীর কবির লিটন, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সজন, এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব, সিনিয়র ফটো সাংবাদিক আজাহার উদ্দীন, সেলিম জাহাঙ্গীরসহ আরো অনেকে অংশ নেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner