রাজবাড়ীঃ ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। সোমবার ভোর থেকেই দৌলতদিয়া ফেরি ঘাটে ঢাকা মুখী মানুষের ভিড় দেখা যায়। তবে বেলা বাড়ার সাথে সাথে ঘাটে ভিড় বেড়েছে ঢাকা মুখী যাত্রীদের। বৃদ্ধি পেয়েছে ব্যক্তি ছোট গাড়ীর সংখ্যাও। ঘাটে পর্যাপ্ত ফেরি থাকায় ভোগান্তি ছাড়াই নদী পার হতে পেরে খুশী যাত্রীরা। তবে ফেরিতে স্বাস্থ্যবিধি উপক্ষেতি।
তবে দুরপাল্লার বাস বন্ধ থাকার কারণে তিন চাকার যানবাহনে ভেঙ্গে ভেঙ্গে ফেরি ঘাটে আসছে। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে এসব যানবাহনে শত শত যাত্রী আসছে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, নেই সামাজিক দূরত্ব। আবার অনেক যাত্রীর মুখেই নেই মাস্ক।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানান, সকাল থেকেই যাত্রীর চাপ রয়েছে। দৌলতদিয়া প্রান্তে পারের অপেক্ষায় কোন যানবাহন নেই। এরুটে ছোট বড় মিলে ১৬ টি চলাচল করছে।