রাজবাড়ীঃ ঈদ শেষে ঘরে ফেরা মানুষেরা এখন কর্মস্থলে ফিরতে শুরু করেছে। সকাল থেকেই দৌলতদিয়া ফেরি ঘাটে বাড়তে শুরু করেছে ঢাকামুখি মানুষের চাপ।
গনপরিবহন বন্ধ থাকার কারণে তিন চাকার যানবাহনে ভেঙ্গে ভেঙ্গে ফেরি ঘাটে আসছে। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে ফেরি পারাপার হচ্ছে শত শত যাত্রী। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, নেই সামাজিক দূরত্ব। আবার অনেক যাত্রীর মুখেই নেই মাস্ক। সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি নিশ্চিতে ফেরি গুলোতে নেই প্রশাসনের নজরদারি।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মোঃ মজিবর রহমান জানান, সকাল থেকেই যাত্রীর চাপ রয়েছে। দৌলতদিয়া প্রান্তে পারের অপেক্ষায় কোন যানবাহন নেই। এই রুটে ছোট বড় মিলে ১৬ টি চলাচল করছে।