1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

টাঙ্গাইল গণপরিবহন চালুর দাবিতে অবস্থান কর্মসূচি(ভিডিও)

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ১৪, ২০২১, ০৩:০২ পিএম
ছবিঃ আগামী নিউজ
টাঙ্গাইলঃ গণপরিবহন চালুসহ পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক শ্রমিক সমিতি পরিষদ।  আজ বেলা ১০ টা থেকে ১২ টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। 
 
এ সময় বক্তব্য রাখেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, মহাসচিব গোলাম কিবারিয়া বড় মনি, জেলা  বাস মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি খন্দকার আহসানুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাসসহ আরো অনেকে।
 
পেট ভাত নাই গাড়ি চালাতে চাই, সারাদেশে বাস ও ট্রাক টার্মিনাল গুলাতে পরিবহন শ্রমিকদের মধ্যে ১০ টাকা ও এমএসর চাল বিক্রির ব্যবস্থা করতে হবে, সড়ক পরিবহন শ্রমিকদেরও আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা দেওয়ার দাবিসহ পাঁচ দফা দাবি জানানো হয়।
 
বক্তারা বলেন, সরকারের পক্ষ থেকে আড়াই হাজার টাকা করে দেওয়ার কথা থাকলেও তা আজও পাইনি। অপর দিকে করানাভাইরাসের কারণে বাস রেজিষ্ট্রেশন, রোড পারমিট, ফিটনস ও ড্রাইভিং লাইসেন্স এক বছরের জন্য ফ্রি করতে হবে।
 
এদিকে মহাসড়কের ট্রাক, পিকআপ, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন গণপরিবহনের যাত্রী বহন করা হলে মহাসড়ক বন্ধ কর দেওয়ার হুশিয়ারি দেন নেতারা। তাদের এই দাবি মানা না হলে কঠোর থেকে কঠোরতর আন্দলনের হুশিয়ারি দেন বক্তারা।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner