1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

পাবনায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

মীর্জা অপু, পাবনা জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ১১, ২০২১, ০৫:২৭ পিএম পাবনায় বজ্রপাতে ২ জনের মৃত্যু
ছবি: আগামী নিউজ

পাবনাঃ জেলার সাথিয়ায় পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (১১ই মে) বেলা সাড়ে এগারোটায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,আজ বেলা সাড়ে এগারোটার দিকে ভারি বৃষ্টি ও মেঘ ডাকা শুরু হয়।এর মধ্যেই ব্যাপক শব্দে প্রকম্পিত হয়ে উঠে এলাকা তার কিছুক্ষন পরেই জানা যায় আফরা ও পাথাইলহাট গ্রামের ২ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন,ছোট পাথাইলহাট গ্রামের জয়নাল প্রামাণিকের ছেলে ইমরান হোসেন (১৮)। তিনি তার খেতে বেগুন গেলে এক পর্যায়ে তিব্র মেঘ বজ্রপাতে তিনি নিহত হন। 

অপরজন সিরাজগঞ্জ জেলার পুটিয়া গ্রামের আরিফ হোসেন(১৫)।তিনি আফরা গ্রামে পাইকারি বাংগি ক্রয় করতে এসেছিলেন। বাংগি তোলার এক পর্যায়ে বজ্রপাতে তিনিও মারা জান।

এ দিকে ঘটনার পরেই সংবাদ পেয়ে নিহতের বাড়িতে যান সাথিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকির। তিনি নিহত দুইজনের দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  প্রাথমিকভাবে দশ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে প্রত্যেককে আরও দশ হাজার টাকা করে প্রদান করা হবে।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner