1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

জুরাছড়িতে সাম্বার হরিণ শাবক উদ্ধার, সাফারি পার্কে হস্তান্তর

নিউটন চাকমা, রাঙামাটি জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ১১, ২০২১, ০২:৩০ পিএম জুরাছড়িতে সাম্বার হরিণ শাবক উদ্ধার, সাফারি পার্কে হস্তান্তর
ছবি সংগৃহীত

রাঙ্গামাটিঃ জেলার জুরাছড়ি উপজেলার প্রত্যন্ত পাহাড়ী দূর্গম অঞ্চল থেকে ৩/৪ মাসের একটি বিরল প্রজাতির সাম্বার হরিণের শাবক স্থানীয়দের হাতে ধরা পড়েছে। হরিণের শাবকের ধরা পড়ার খবরটি ছড়িয়ে পড়লে একপর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে অবহিত করলে তাৎক্ষকি পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ রাঙ্গামাটি সার্কেল কর্তৃপক্ষ উক্ত হরিণের শাবকটি উদ্ধার করেন।

স্থানীয় সুত্রে জানাগেছে, সোমবার আনুমানিক সাড়ে এগারোটায় দিকে বারুদখোলা গ্রামে স্থানীয় কয়েকজন বাগানে যাওয়ার পথে হরিণের শাবকটি দেখতে পেয়ে ধরে পেলেন। হরিণের শাবক আটকের খবর পেয়ে বন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ নির্দেশে সুবলং রেঞ্জের বন বিভাগের কর্মকর্তারা উদ্ধারের জন্য ঐ এলাকায় গিয়ে হরিণের শাবকটি উদ্ধার করে পার্বত্য চট্টগ্রাম বন বিভাগ রাঙ্গামাটি সার্কেলে নিয়ে আসেন বলে জানান।

সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, পার্বত্য চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা সাম্বার হরিণের শাবক উদ্ধারের খবরটি নিশ্চিত করেছেন। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী অঞ্চলে বিভিন্ন এলাকায় আজো কিছু কিছু অঞ্চলে বিরল প্রজাতির প্রাণীর বসবাস রয়েছে মর্মে সংরক্ষণের জন্য সরকারের নিকট কয়েকটি প্রকল্প পাঠানো হয়েছে বলে জানান। ঐসব এলাকার প্রাণী গুলোকে সংরক্ষণ করতে পাঠানো প্রকল্প অনুমোদন হলে বন বিভাগ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে। ভবিষ্যতে ঐসব এলাকার জীববৈচিত্র্য পরিবেশ রক্ষার্থে বন বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন।

উদ্ধারকৃত সাম্বা হরিণের শাবকটি চট্টগ্রামে প্রাথমিক চিকিৎসা সেবা শেষে কক্সবাজার জেলার চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner