বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলার ঈদ মার্কেটে ক্রেতাদের ঢল নামলেও টুপি- আতরের দোকানে বিক্রেতাদের সময় কাটছে অলসভাবে।
দুপচাঁচিয়া উপজেলা সদরের প্রাণকেন্দ্র সিও অফিস বাসস্ট্যান্ড সংযুক্ত তালোড়া রোডে ৬ টি ভ্রাম্যমান দোকানে টুপি আতরের পসরা সাজিয়েছে রেখেছেন বিক্রেতারা। মাঝে মাঝে শিশুদের জন্য রঙিন টুপি কিনতে ওই দোকানগুলোর দিকে এগিয়ে আসছেন মহিলা ক্রেতারা।
মঙ্গলবার (১১ মে) ভ্রাম্যমান টুপি- আতরের দোকানি মোকাররম হোসেন আগামী নিউজ কে জানায়, ঈদ মার্কেটে ক্রেতারা কাপড়,জুতা,কসমেটিকস কিনতেই ব্যস্ত। এখন পর্যন্ত শিশুদের রঙিন টুপি বেশি বিক্রি হয়েছে। শিশুদের টুপি ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। আতর বিক্রি একেবারেই কম। বিগত বছরগুলোতে এরকম সময়ে দশহাজার টাকার টুপি -আতর বিক্রি করা যেত। এখন প্রতিদিন সকাল থেকে রাত অবধি তিনহাজার টুপি -আতর বিক্রি করা যাচ্ছে।
অপর ভ্রাম্যমান দোকানি আজম মিয়া জানায়, অল্প বিস্তর বেচাকেনার মধ্যও কবির ব্রান্ডের টুপি বেশি বিক্রি হচ্ছে। এ ব্রান্ডের টুপি মানভেদে ৭০ থেকে ১৫০ টাকায় বিক্রি করা হয়। ক্রেতাদের দ্বিতীয় পছন্দের তালিকায় আছে ফরহাদ ব্রান্ডের টুপি। এ টুপির দাম ৫০ টাকা। তাছাড়া কাঁচা বেলি, জেসমিন, গোলে লায়লা, ফান্টাশিয়া,জান্নাতুল ফেরদৌস, ম্যাগনেট, সালমা আতরের মধ্য ক্রেতাদের নিকট ফান্টাশিয়া ও জান্নাতুল ফেরদৌস আতরের চাহিদা বেশি।
আজম মিয়া আশাবাদ ব্যক্ত করে আগামী নিউজ কে বলেন, ঈদের এক দুদিন আগে টুপি- আতরের দোকানে ক্রেতাদের ভিড় জমবে ব্যাপকহারে। ক্রেতাদের সবকিছু কেনা হয়ে গেলে শেষমুহুর্তে টুপি -আতর কেনার জন্য ব্যস্ত হয়ে পড়ে। দু দিন ব্যবসায় করেও আমরা ভাল লাভ করতে পারব।