1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কুয়াকাটা সৈকতে আবারো ভেসে এলো একটি মৃত ডলফিন

রাসেল কবির মুরাদ, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি প্রকাশিত: মে ৯, ২০২১, ০৮:৪৮ পিএম কুয়াকাটা সৈকতে আবারো ভেসে এলো একটি মৃত ডলফিন
ছবিঃ আগামী নিউজ

পটুয়াখালীঃ কুয়াকাটা সমুদ্র সৈকতে আবরো ভেসে এলো  ১০ ফুট দৈর্ঘ্যরে একটি মৃত ডলফিন।

রোববার লেম্বুর বন সংলগ্ন সৈকতে মৃত ডলফিনটি দেখতে পেয়ে মৎস্য বিভাগকে খবর দেয় স্থানীয়রা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, মৃত ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে জেলেদের জালে জড়িয়ে আঘাতে মৃত্যু হয়েছে। এর আগেও কুয়াকাটার সৈকতে ভেসে আসে বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি । তবে কি কারনে এসব সামুদ্রিক জীবের মৃত হচ্ছে সেটা নিশ্চিত করতে পারেনি মৎস্য বিভাগ। এবিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অনুপ সাহাকে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, ঘটনাস্থলে মৎস্য বিভাগের কর্মকর্তাদের পাঠানো হয়েছে। কি কারনে মাছটি মারা গেছে সেটি নিশ্চিত হওয়ার জন্য পোষ্টমর্টেম করার চেষ্টা করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner