1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

তাঁত কাপড়ের জন্য বিখ্যাত বাবুরহাট এখন ক্রেতা শূন্য

বেনজির আহমেদ বেনু,নরসিংদী জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ৯, ২০২১, ০৫:৫৫ পিএম তাঁত কাপড়ের জন্য বিখ্যাত বাবুরহাট এখন ক্রেতা শূন্য
ছবিঃ আগামী নিউজ

নরসিংদীঃ ম্যানচেষ্টারখ্যাত তাঁত কাপড়ের বিখ্যাত বাজার শেকেরচর বাবুরহাট ক্রেতাশূন্য হয়ে পড়েছে। চলমান করোনা ও লকডাউনের কারনে বিভিন্ন জেলা থেকে কোন ক্রেতা না আসায় ব্যবসায়ীদের হাত কপালে উঠেছে।

তাঁরা বলছে কোভিড-১৯ এর কারনে সরকারের দেয়া লকডাউন চলছে দেশের সর্বত্র। আন্ত:জেলা পরিবহন বন্ধ থাকায় কোন ক্রেতা সাধারন বাবুরহাটে কাপড় নিতে আসছেন না। ফলে ব্যবসায়ীরা পড়েছে লোকসানে।

ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা লুঙ্গি, শাড়ি, থ্রি-পিছ, বেডশীট, গামছাসহ বিভিন্ন ধরনের বস্ত্র-সামগ্রী নিয়ে দোকান সাজিয়ে বসে থাকলেও নেই কোন ক্রেতা সাধারন। ফলে বাবুরহাটের ব্যবসায়ীরা এখন অলস সময় কাটাচ্ছে। শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতাদি দেয়ার মতো কোন ব্যবস্থা নেই এমনটি জানিয়েছেন বাবুরহাটের ব্যবসায়ীরা। সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবারে এ হাটে কোটি কোটি টাকার কাপড় বেচাকেনা হতো। কোভিড-১৯ এর কারনে বন্ধ হয়ে যায় বাবুরহাটে বেচাকেনা। বাবুরহাটের কাপড় বাংলাদেশের গন্ডি পেরিয়ে রফতানী হতো বিভিন্ন দেশে। লকডাউনের কারনে তাও বন্ধ রয়েছে।

ব্যাংক থেকে ঋণ নেয়া ব্যবসায়ীরা পড়েছে বিপাকে। একদিকে কাপড় বেঁচা-কেনা রয়েছে বন্ধ। অপরদিকে বাড়ছে ব্যাংক ঋণ। ঈদকে সামনে রেখে শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতাদি পরিশোধ করতে হবে। এ অবস্থা চলতে থাকলে ব্যবসায়ীরা তাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে এ আশংকা বিরাজ করছে ব্যবসায়ীদের মধ্যে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner