ঝিনাইদহঃ করোনা প্রাদুর্ভাবে ঝিনাইদহে এক অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। শনিবার (৮মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ছোট কামারকুন্ডু গ্রামের কৃষক গোলাম মোস্তফার জমির ধান কেটে দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব লীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম-আহ্বায়ক রাশিদুর রহমান রাসেল, হাফিজুর রহমান, শফিকুল ইসলাম শিমুল, রাজু আহম্মেদ, সদর থানার যুব লীগের আহ্বায়ক শাহ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা, পৌর যুবলীগের আহ্বায়ক কাজী জাহিদ হাসান দিপুল, যুব লীগ নেতা মোবাশ্বের হোসেন পল্টু, শামসুজ্জামান তুহিন, হাসানুজ্জামান, আলমগীর কবির, গোলাম মোস্তফা, আবুল কাশেম শান্ত, জয় কুন্ডু, ইখতিয়ার উদ্দিন, শহিদুল ইসলাম, ননী গোপাল রনি, আতিকুর রহমান, প্রসেনজিৎ কুন্ডু প্রমুখ।
যুব লীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন বলেন, মৌসুমের পাকা ধান ঘরে তোলা নিয়ে কৃষকরা শ্রমিক সংকটের মধ্যে পড়েন। অন্য বছরে ধান কাটা মৌসুমের শুরুতে, বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিক আসলেও গত ২ বছর করোনার কারণে আসতে পারছেন না। ফলে ধান ঘরে তুলতে নানা জটিলতার মুখোমুখি হচ্ছেন চাষিরা। তাই কেন্দ্রীয় যুব লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দিকনির্দেশনায় যুব লীগের নেতাকর্মীরা কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলতে সাহায্য করছেন।
আগামীনিউজ/নাহিদ