1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কৃষকের ধান কেটে দিলো শরণখোলা ছাত্রলীগ

শরণখোলা প্রতিনিধি প্রকাশিত: মে ৬, ২০২১, ০২:১৪ পিএম কৃষকের ধান কেটে দিলো শরণখোলা ছাত্রলীগ

খুলনাঃ করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সংকট থাকায় কৃষকের জমির ধান কেটে দিয়েছেন শরণখোলা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মোঃ সোবহান আকন নামে এক কৃষকের ১ একর জমির পাকাধান রোজা রেখে ছাত্রলীগ নেতাকর্মীরা কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছেন।

শরণখোলা উপজেলা  ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও নেতৃত্বে ধান কাটায় অংশ নেয় রেজাউল করিম, আজমল, মিজানুর রহমান মামুন, প্রদীপ,  হেলাল, রাকিব আজন, রনী গাজী,  মনিরুজ্জামান মুক্তা, শাওন, শাহীন মাঝি, বায়েজিদ, তপন সিকদার, আরো অনেকে।

কৃষক মোঃ সোবহান আকন  বলেন, ‘আমি গরিব মানুষ। করোনা পরিস্থিতিতে ধান কাটা জন্য শ্রমিক দেখা দিয়েছে। কিছু শ্রমিক পাওয়া গেলেও অনেক বেশি পারিশ্রমিক গুনতে হয়। এমন সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার ধান কেটে মাড়াই করে বাড়িতে দিয়ে গেছে। আমি কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি।

শরণখোলা  উপজেলা  ছাত্রলীগের সভাপতি  বলেন, ‘করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট দেখা দেওয়ায় কৃষকরা অসুবিধায় পড়েছে। তাই উপজেলার একজন কৃষক ভাইয়ের ধান কাটা কাজে সহযোগিতা করতে আমরা আনন্দিত। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা  উপজেলা ছাত্রলীগের কর্মীরা সবসময় প্রস্তুত। শেখ হাসিনা ভালো থাকলে, কৃষক ভালো থাকবে। কৃষক ভালো থাকলে আমাদের দেশ ভালো থাকবে।’

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner