
কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুইঁয়া। আগামী চার বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০, (সংশোধিত আইন, ২০১০) এর ১২ (১) ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ের
অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুইঁয়াকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হল। আগামী ৪ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। বিধি অনু্যায়ী এ পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
উল্লেখ্য, গত বছরের ২১শে আগস্ট কোষাধ্যক্ষ পদে মেয়াদ পূর্ণ করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহা। এরপর থেকে গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য ছিল।
আগামীনিউজ/এএস