1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

চট্টগ্রামে পুলিশের সোর্স পরিচয়ে মাদক ব্যাবসা

চট্রগ্রাম প্রতিনিধি প্রকাশিত: মে ৫, ২০২১, ০২:২৩ পিএম চট্টগ্রামে পুলিশের সোর্স পরিচয়ে মাদক ব্যাবসা

চট্টগ্রামঃ মহানগরীর আকবর শাহ থানার বিভিন্ন এলাকায় পুলিশের সোর্স পরিচয়ে অস্ত্র ও মাদক ব্যাবসা সবধরনের অসামাজিক কর্মকাণ্ড নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে হাসান প্রকাশ সোর্স হাসান।

হাসান নিজেকে আকবর শাহ থানার সিনিয়র পুলিশ কর্মকর্তাদের সোর্স পরিচয় দিয়ে এলাকায় চালিয়ে যাওয়া জুয়া ও মাদক স্পটে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে নগরীর আকবর শাহ থানা পুলিশ।

তবে পুলিশের এই অভিযানে অপরাধের মুল হোতা সোর্স হাসান পুলিশী অভিযানে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গত (২ মে) গভীররাতে আকবরশাহ থানা এলাকার পাঞ্জাবি লেইন মুক্তকন্ঠ মাঠ থেকে ৭ জনকে আটক করে আকবর শাহ থানার পুলিশ।

অভিযানে আটককৃতরা হলো নগরীর সিগনাল কলোনির নুরুল আফসার (১৮) নোয়াপাড়া কাজী বাড়ির  তাহমিন (১৮) আকবরশাহ প্রবাহ নগরের সামিউল শেখ স্বপন (১৯), পাঞ্জাবি লেইনের মোঃ শাওন (১৯) নোয়াপাড়া আবুল কাসেমে বাড়ির ইমাম হোসেন ইমন, সিগনাল কলোনির ইব্রাহিম (১৯) ও পাঞ্জাবী লেইনের নুর নবী (১৯)।

নগরীর আকবরশাহ থানা এলাকার সোর্স হাসানের নেতৃত্বে এ সব অপকর্ম পরিচালিত হয়ে আসছে এই অপরাধী।

সোর্স হাসান বেশ কিছুদিন ধরে পুলিশের সোর্স হিসাবে পরিচয় দিলে পুলিশের চোখ ফাকি দিয়ে গোপনে জুয়া ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

২০১৬ সালে অস্ত্র বিক্রি করার ফলে নৌবাহিনীতে কর্মরত জসিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে সে সোর্স হাসানের নামে থানাতে ১৬১ ও আদালতে ১৬৪ ধারয় জবানবন্দি দেয়। সোর্স হাসানের বেপরোয়া অসামাজিক কর্মকাণ্ডের কারনে ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর দপ্তরে এলাকাবাসীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়। তাকে একাধিকবার গ্রেপ্তারের চেষ্টা করা হলেও প্রতিবারই টের পেয়ে পালিয়ে যায় সে। পরে ওসি বদলী হলে আবার এলাকায় প্রবেশ করে। তার বিরুদ্ধে ডাকাতি, ভূমিদখল, ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

কিছুদিন আগে এক যুবলীগ কর্মীকে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে গ্রেপ্তার করানোর পর গা ঢাকা দেয় সে। এদিকে রোজার মধ্যেই লকডাউনের সুযোগে এলাকায় প্রবেশ করে আবার অপকর্ম শুরু করে।

বিষটি নিশ্চিত করে পুলিশের সোর্স নামধারী হাসানের অপকর্ম নিয়ে নগরীর আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির থেকে জানতে চাইলে তিনি আগামী নিউজকে বলেন, লকডাউনের সময় সংঘবদ্ধভাবে আড্ডা দেওয়ার সময় অভিযুক্তদের আটক করি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহির আগামী নিউজের এই প্রতিবেদককে আরও বলেন, সোর্স পরিচয় দেওয়া হাসানের বিরুদ্ধে মোট কয়েকটি মামলা আছে তা থানার নথি দেখে বলতে পারবো। এবং অভিযুক্ত হাসানের অপকর্মের বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে এবং হাসানকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner