কালিয়ায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করলেন ইউএনও
মো.বাবর আলী, নড়াইল জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২১, ০৭:১৫ পিএম
ছবিঃ আগামী নিউজ
নড়াইলঃ দেশে করোনাকালীন দ্বিতীয় ঢেউ চলাকালে কর্মহীন হয়ে পড়া ২০০ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ সামগ্রী বিতরণ করলেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা।
আজ মঙ্গলবার(৪ মে) কালিয়া উপজেলা পরিষদ চত্বরে কর্মহীন হয়ে পড়া মোটর শ্রমিক ও নরসুন্দর পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন,কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা, কালিয়া পৌর মেয়র মোঃ ওয়াহিদুজ্জামান হীরা, কালিয়া পৌরসভার ১নং ওয়ার্ড কমিশনার অশোক ঘোষসহ প্রমুখ।
প্রধানমন্ত্রীর দেওয়া এ সকল খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, সয়াবিন তেল, ডাল, সেমাই, দুধ, চিনি, লবন, আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা জানান, করোনাকালীন সময়ে যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। পর্যায়ক্রমে সকল কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক প্রণোদনা সঠিকভাবে দেওয়া হবে।
আগামীনিউজ/এএস