1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ঝিনাইদহ-রাজবাড়ী জেলার বিরোধপূর্ণ সীমানায় পিলার স্থাপন

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: মে ৩, ২০২১, ০৭:৪১ পিএম ঝিনাইদহ-রাজবাড়ী জেলার বিরোধপূর্ণ সীমানায় পিলার স্থাপন
ছবি সংগৃহীত
রাজবাড়ীঃ জেলার পাংশা উপজেলার সুবর্ণখোলা ও ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার খুলুমবাড়িয়া এলাকার মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিরসনে সীমান্ত পিলার স্থাপন করা হয়েছে।
 
রবিবার (২ মে) সীমানা বিরোধ নিরসনকল্পে প্রয়োজনীয় সংখ্যক সীমানা পিলার স্থাপন করা হয়।
 
দীর্ঘ দুই যুগের অধিক সময় ধরে অমীমাংসিত ভূমি বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল রাজবাড়ী ও ঝিনাইদহ দুই জেলার সীমান্তবর্তী এলাকা ফুলবাড়িয়া ও সুবর্ণ খোলা এলাকায়।
 
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পাংশা ও শৈলকূপা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী, কানিজ ফাতেমা লিজা ও সহকারী কমিশনার (ভূমি) নুসহাত তাসনীম আওন, পার্থ প্রতিম শীল এবং সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিগণসহ এলাকার সাধারণ জনগণ এসময় উপস্থিত ছিলেন। 
 
এসময় তারা বলেন, রাজবাড়ী এবং ঝিনাইদহ জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়গণ এই সীমান্ত বিরোধ নিরসনে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় রবিবার (২ মে) এই পিলার স্থাপন করা হয়। সীমানা পিলার স্থাপনের পর আর দুই উপজেলা এবং দুই জেলার মধ্যে আর কোন বিবাদ বা জমি বিরোধ নিয়ে কোনো দ্বন্দ্ব হবে না।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner