কক্সবাজারঃ জেলার হিমছড়ি সমুদ্র সৈকতে ভেসে এসেছে আরও একটি মৃত তিমি। এ নিয়ে ২২ দিনের মাথায় একই স্থানে ভেসে এলো তিনটি মৃত তিমি।
রবিবার (২ মে) বেলা তিনটার দিকে তৃতীয় মৃত তিমিটি ঠিক দ্বিতীয়টির স্থানে ভেসে আসে বলে জানিয়েছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা।
তিনি জানান,ভেসে আসা তৃতীয় মৃত তিমিটি আগের গুলো চেয়ে ছোট। এর আকার ২০-২২ ফুট মতো।তবে মাথা ও লেজ নেই।এটি পঁচে প্রায় গলে গেছে।
ধারণা করা হচ্ছে এটি কমপক্ষে ২০-২৫ দিন আগে এবং গভীর সাগরে মারা গেছে। এই মৃত তিমিটিও অন্য দুইটির মতো পুঁতে ফেলা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা।
উল্লেখ্য, ৯ ও ১০ এপ্রিল হিমছড়ি সমুদ্র সৈকতের দুটি বৃহতকার মৃত তিমি ভেসে এসেছিলো। সেগুলো একই স্থানে পুঁতে ফেলা হয়েছিলো।
আগামীনিউজ/নাহিদ