বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলা সদর অতিক্রমকারী বগুড়া - নওগাঁ আন্তঃজেলা সড়কে ব্যাপকহারে বেড়েছে যানবাহনের চাপ। সেইসাথে উপজেলা সদরের প্রাণকেন্দ্র সিও অফিস বাসস্ট্যান্ড সংযুক্ত আক্কেলপুর রোড এবং তালোড়া রোড়ে যানবাহনের ভিড় বেড়েছে মাত্রাতিরিক্ত।
শনিবার (১ মে ) ৪র্থ দফায় বর্ধিত লকডাউনের তয় দিনে সকাল থেকেই দুপচাঁচিয়া উপজেলা সদরের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় বার বার যানজট দেখা যায়। যানজট সৃষ্টিকারী ওইসব ভ্যান, অটোভ্যান, ইজিবাইক, সিএনজি চালিত অটোরিক্সাগুলোতে গাদাগাদি করে যাত্রী পরিবহনের সময় ছিল না স্বাস্থ্যবিধির বালাই। শহরে যানবাহন বৃদ্ধির ফলে লোকজন বেশি হারে পরিবাহিত হয়ে শহরের মার্কেটগুলিতে তৈরি করছে স্বাস্থ্যবিধি বিহীন অনাকাংখিত ভিড়।
একজন অটোভ্যান চালক জানায়, গ্রামের রাস্তায় চলাচল করত এরকম অনেক ভ্যান এবং অনান্য ক্ষুদ্র যানবাহনগুলি ঈদ কে সামনে রেখে বেশি রোজগারের আশায় এখন শহরে আসছে।
উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ায় ৫ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ১ম দফা লকডাউন, ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল ২য় দফা লকডাউন, ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত তয় দফা লকডাউন শেষ হয়েছে। আজ শনিবার ২৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ৪র্থ দফায় বর্ধিত লকডাউনের ৩য় দিন।
আগামীনিউজ/নাহিদ