1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

রাজশাহীতে মাস্ক ছাড়া ঘোরায় রোদে বসিয়ে শাস্তি !

রাজশাহী প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১, ০২:২৪ পিএম রাজশাহীতে মাস্ক ছাড়া ঘোরায় রোদে বসিয়ে শাস্তি !
ছবিঃ আগামী নিউজ

রাজশাহীঃ জেলার দুর্গাপুরে মাস্ক ছাড়া বাইরে ঘোরফেরা করায় রোদে বসিয়ে রেখে শাস্তি দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে বাইরে বের হয়ে এমন শাস্তির সম্মুখীন হন কয়েকজন যুবক। প্রত্যেককে অন্তত ১০ মিনিট করে রোদে বসিয়ে রাখা হয়।

পুলিশ জানায়, করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করা হচ্ছে। কিন্ত যারা সরকারি বিধিনিষেধ মানছেন না বা স্বাস্থ্যবিধি না মেনে বাইরে ঘোরফেরা করছেন এমন ব্যক্তিদের দেয়া হচ্ছে ব্যতিক্রমী শাস্তি। প্রখর রোদে বসিয়ে রাখার এমন শাস্তির মুখে পড়ে সচেতন হলেও করোনা প্রতিরোধ করা সম্ভব হবে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতেই কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। মাস্ক ছাড়া বের হওয়ায় পথচারীদের ৮ থেকে ১০  মিনিট মাস্ক পরিয়ে রাস্তায় বসিয়ে রেখে সাময়িক শাস্তি দেয়া হয়েছে। এটা সচেতনতার জন্যই করা হচ্ছে। এমনটা আগামীতেও চলমান থাকবে। এ থেকেই সাধারণ মানুষ শিক্ষা নেবেন ও নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner