1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কলাপাড়ায় মেশিনে কৃষকের ক্ষেতের ধান কাটা 

রাসেল কবির মুরাদ, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১, ০৭:৫৬ এএম কলাপাড়ায় মেশিনে কৃষকের ক্ষেতের ধান কাটা 
ছবি: আগামী নিউজ

পটুয়াখালী: জেলার কলাপাড়ায় এবার প্রথম বারের মত আধুনিক মেশিন দিয়ে কৃষকের ক্ষেতের বোরো ধান কাটা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল)  দুপুরের দিকে চম্পাপুর ইউনিয়নের মাসুয়াখালী গ্রামে কম্বাইন্ড হার্ভেষ্টার প্রযুক্তির সাহায্যে কৃষকের জমির ধান কর্তন করা হয়। 

মুজিব শতবর্ষে কৃষি প্রনোদণা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদ ব্লক প্রদর্শী ফসলের শস্য কর্তনের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক একে এম মহিউদ্দিন।

এসময় কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক জাকির হোসেন, জেলা প্রশিক্ষন কর্মকর্তা খাইরুল ইসলাম মল্লিক এবং স্থানীয় কৃষকসহ গন্যমান্য
ব্যক্তি বর্গ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, এ এলাকায় বোরো ধানের চাষ গত বছরের চেয়ে এবার লক্ষ মাত্রা বেশি নির্ধারন করা হয়েছে। এবছর প্রায় ছয় হাজার কৃষক তিন হাজার ৩৪০ হেক্টর জমিতে বোরো চাষ করেছে। কলাপাড়ায় কৃষকদের ধান কাটার জন্য পাঁচটি মেশিন বরাদ্ধ হয়েছে যা দিয়ে কৃষকের উৎপাদন খরচ ও সময় সাশ্রয়ী হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner