1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

খোকসায় দুই সন্তানের জননী কে নির্যাতনের অভিযোগ 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১, ০২:৪৯ পিএম খোকসায় দুই সন্তানের জননী কে নির্যাতনের অভিযোগ 

কুষ্টিয়া: জেলার খোকসা গোপগ্রাম ইউনিয়নের সাতপাখিয়া গ্রামের দিনমজুর মোহাম্মদ আলীর স্ত্রী রেশমা (২৮) কে পারিবারিক কলহে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকাল ৪ টার দিকে সাতপাখি আর নিজ বাড়িতে পারিবারিক কলহে স্বামীর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষিপ্ত স্বামী মোহাম্মদ আলী বেধড়ক মারপিট করে। 

অসুস্থ রেশমা খাতুন বাড়ি থেকে রাগ করে তার মা'য়ের বাড়ি চলে আসে। বুধবার দুপুরে  মা'য়ের সাথে করে খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি হন।

জরুরি বিভাগের ডাক্তার তাসনিম আলম সায়েম জানান, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে গুরুতর নয়।হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ ব্যাপারে রেশমার মা মাজেদা খাতুন জানান ১৭ বছর আগে পারিবারিক ভাবে ওদের বিয়ে হয়। ওদের সংসারে দুইটা ছেলে সন্তান রয়েছে। তবে প্রায়ই হোক না হোক ওরা বাকবিতন্ড ও গোলমাল করেই থাকে। তবে এবারে মারের পরিমাণটা এতই বেশি হয়েছে মেয়েটাকে উঠায়ে হাসপাতাল পর্যন্ত আনতে আমার বেগ পেতে হচ্ছে। এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

এ ব্যাপারে আহত রেশমার বলেন, পারিবারিক ছোটখাট বিষয়ে হোক না হোক প্রায় মারধর করে। এবারে আমাকে খুব মেরেছে। এমন কি চিকিৎসাও করাতে রাজি হয়না। বাধ্য হয়ে মা'য়ের বাড়ি চলে আসি। আমি ওর ( স্বামীর) বিচার চাই। 

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ভিকটিম মামলা করার জন্য আমার কাছে এসেছিল তার চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner