1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ধামইরহাটে ধান কাটা-মাড়াই শুরু, ভাল দামে খুশি কৃষক

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১, ১২:২৫ পিএম ধামইরহাটে ধান কাটা-মাড়াই শুরু, ভাল দামে খুশি কৃষক
ছবিঃ আগামী নিউজ

নওগাঁঃ বৈশাখ মাসের প্রখর খরতাপে প্রান্তিক মাঠে ধান কাটায় ব্যস্ত হয়ে পড়েছেন নওগাঁর ধামইরহাটের কৃষক। এবার অনুকুল আবহাওয়া ও প্রকৃতিক কোন বালাই না থাকায় ধানের বাম্পার ফলন হয়ছে।

স্বপ্নের সোনালী ধান কেটে ঘরে তুলতে শুরু করেছেন কৃষকরা। তাদের চোখে মুখে এখন আনন্দের হাঁসি। অনেকেই নতুন ধান সিদ্ধ ও শুকানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। আকাশের বৃষ্টি নামার আগেই চাল করে ঘরে তোলার ব্যস্ততা তাদের। সব মিলে কৃষকের মধ্যে এখন ফিরে তাকানোর সময় নেই। তৃণমুল পর্যায় থেকে সরকারের ঘরে ধান ও চাল কিনতে দাম বেঁধে দেয়া হয়েছে। এ দাম পেয়ে কৃষকরা মহা খুশি।
 
উপজেলার উমার ইউনিয়নের চকইলাম গ্রামের কৃষক হুমায়ন কবির জানান, "এ মৌসুমে আবহাওয়া অনুকুল ও ধানে রোগ বালাইয়ের আক্রমন না থাকায় প্রতি ১ বিঘা ৪৯ শতাংশ জমিতে ধান মাড়াই করছি ৪০ মন। বাজারে প্রতি মন ধান ৯০০ থেকে ৯৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। যদি এ রকম দাম থাকে তা হলে কৃষক লাভবান হবেন।
 
পরবর্তীতে চাষাবাদ করতে আগ্রহ বাড়বে। সরকারের কাছে অনুরোধ স্থানীয় ফরিয়ারা যাতে সেন্ডিকেট করে কম দামে ধান কিনে কৃষকের ক্ষতি না করতে পারে সেদিকে নজর রাখতে।"
 
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, এ উপজেলায় এ বার বোরো চাষাবাদ হয়েছে ১৮৬২৫ হেক্টর। লক্ষ্যমাত্রা ছিল ১৬০৩০ হেক্টর।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner