1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

জয়পুরহাটের রাস্তায় ট্রাক্টর-ভটভটির মৃত্যু ফাঁদ

রাজু আহম্মেদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১, ০৪:৫১ পিএম জয়পুরহাটের রাস্তায় ট্রাক্টর-ভটভটির মৃত্যু ফাঁদ
ছবি: আগামী নিউজ

জয়পুরহাট: জেলা সদরসহ পাঁচ উপজেলার বিভিন্ন রাস্তায় অবাধে চলাফেরা করে আসা মেসি, ট্রাক্টর ও শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি এখন যেন রাস্তার মৃত্যু ফাঁদ। জেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে কৃষকেরা ধান, আলু, বালু ও গরু বোঝাই এসব মেসি-ট্রাক্টর ও শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি করে বিভিন্ন স্থানীয় হাটে পণ্য পরিবহন করে থাকত। তাছাড়া জেলায় বৃহৎ দুইটি পশুর হাট জয়পুরহাট নতুনহাট ও পাঁচবিবি পশুর হাটে এ জেলা সহ পাশ্ববর্তী জেলার বিভিন্ন গ্রাম থেকে ভটভটি করে গরু আসত। 

তাছাড়া জেলার সদর ও পাঁচবিবি উপজেলার ছোট যমুনা নদীর তীরে অবৈধ বালু মহল দখলকারীরা অবৈধ বালু উত্তোলন করে বিভিন্ন গ্রামে গঞ্জে এসব মেসি, ট্রাক্টর ও ভটভটির মাধ্যমে বালু সরবরাহ করে আসছিল। ট্রাফিক আইন না মানা কিংবা চালকরা অশিক্ষিত হওয়ার কারণে প্রতিনিয়তই জেলার বিভিন্ন জায়গার রাস্তায় সংগঠিত হত দূর্ঘটনা।

ইতিমধ্যেই এসব যানবাহনের বেপরোয়া চলাফেরার কারণে জেলার বিভিন্ন স্থানে দূর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৫ জন। ২০ এপ্রিল জয়পুরহাটের পাঁচবিবি জিয়ার মোড় এলাকায় নীলফামারীর ডোমার উপজেলা থেকে নওগাঁ আত্রাই যাওয়ার পথে একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয় বালুবাহী একটি ট্রাক্টর। এতে রবিউল ইসলাম নামে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়, আহত হয় ৮ জন। এরপরে ২৪ এপ্রিল দুপুরে জেলার ক্ষেতলাল উপজেলার বটতলী নর্দান মোড়ে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই জন মারা যায়। 

এছাড়াও প্রতিদিন ঘটছে হতাহতের ঘটনা। সব মিলিয়ে কয়েকদিনে জেলায় ৫ জন নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জেলা সচেতন মানুষ সহ খোদ পুলিশ প্রশাসনও। বাধ্য হয়ে জেলার সকল মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক ও যেকোন সড়কে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনগণের জীবনের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে জয়পুরহাট জেলার নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ইতিমধ্যেই জেলার যেকোন রাস্তায় সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত কোনভাবেই এসব যানবাহন চলতে দেওয়া হবে না মর্মে ঘোষণা করেছেন। 

এ ব্যাপারে জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা আগামীনিউজকে বলেন, আমার এই ঘোষণাটি বাস্তবায়নে আমি অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এর সফল বাস্তবায়নে জয়পুরহাট জেলাবাসীর সহযোগীতা কামনা করছি।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner