1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি
 ডিএনডি পাম্প হাউজের

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন গেট ধসে নিহত ১

রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২১, ০৮:৪০ পিএম সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন গেট ধসে নিহত ১
ছবি: আগামী নিউজ

নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার নির্মাণাধীন ডিএনডি পাম্প হাউজের গেটের বীম ঢালাইয়ের সময় টব স্লাভ ধসে পড়ে আশরাফুল ইসলাম (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আশরাফুল ইসলামকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। একই ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে। আহতরা স্থানীয় সুগন্ধা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১ টার দিকে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন- মিলন (২৮), জহির (২০), বাদশা মিয়া (৩৫), আব্দুল মোতালেব (৩০)।

দূর্ঘটনার বিষয়ে সিদ্ধরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর তত্তাবধানে ডিএনডির স্থায়ী পানি নিষ্কাশনে পাম্প ষ্টেশন(হিরাঝিল) নতুন রাস্তা পাম্প হাউজ নির্মাণের কাজ চলছে।  শনিবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে  ঘটিকার সময় পাম্প হাউজের প্রধান গেইট নির্মাণের সময় গেইটের টপ স্লাভ ঢালাই দেয়ার সময় তা ধসে পড়ে। এতে ৪/৫ জন শ্রমিক চাপা পড়ে। সেনা সদস্যরা দ্রুত তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করতে পারলেও  দূই শ্রমিক স্লাভের নীচে চাপা পড়ে যায়। চাপা পড়া শ্রমিক দ্বয়কে গুরুতর জখমপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পর নির্মান শ্রমিক মোঃ আশরাফুল ইসলাম(২৮) কে মৃত ঘোষনা করা হয় । নিহত আশরাফ  নীলফামারী জেলার জলডাকা থানার  ডাওয়াবাড়ী গ্রামের জবান উদ্দিনের ছেলে। অপরআহত চার শ্রমিক হলো- মিলন মিয়া (২৮),  ইঞ্জিনিয়ার মোতালেব হোসেন (৩২),  জহির হোসেন (২০) ও  বাদশা মিয়া (৩৫)।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ আসাদুজ্জামান জানান, গুরুতর আহত শ্রমিক আশরাফুল ইসলামকে আমাদের হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। 

এ বিষয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা জানান, চাপা পড়া একজন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

সিদ্ধিরগঞ্জের শিমরাইলের সুগন্ধা হাসপাতালের ম্যানেজার আব্দুল জলিল জানান,  আহত অবস্থায় মিলন, জহির, বাদশা মিয়া ও আব্দুল মোতালেব নামের ৪ জন শ্রমিক আমাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

প্রসঙ্গত, সেনাবাহিনীর তত্ত্বাবধানে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট নামের একটি প্রতিষ্ঠান ডিএনডি পাম্প হাউজের উন্নয়ন প্রকল্পের কাজ করছে।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner