1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

রানা প্লাজা ট্রাজেডি: নিহতদের স্মরণে ১ হাজার ১৩৮ গোলাপের শ্রদ্ধা

সাভার প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২১, ১২:৫০ পিএম রানা প্লাজা ট্রাজেডি: নিহতদের স্মরণে ১ হাজার ১৩৮ গোলাপের শ্রদ্ধা

ঢাকাঃ সাভারের রানা প্লাজা ট্রাজেডির আট বছর পূর্তি উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন করছেন নিহতের স্বজন, আহত শ্রমিকসহ অনেক শ্রমিক সংগঠন। কিন্ত এবার শ্রদ্ধা নিবেদনে একটু ভিন্নতা এনেছে গার্মেন্টস শ্রমিক সমন্ময় পরিষদ নামের একটি সংগঠন। এই সংগঠনের উদ্যেগে রানা প্লাজার ঘটনায় ১ হাজার ১৩৮ জন শ্রমিক নিহতের ঘটনায় ১ হাজার ১৩৮টি গোলাপ ফুল দিয়ে তৈরি একটি পুষ্পাঞ্জলি তৈরি করে।

শনিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে রানা প্লাজার নিহত শ্রমিকদের অস্থায়ী বেদিতে সেই পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।

রানা প্লাজা ট্রাজেডিতে হারিয়ে যাওয়া পরিবারের সদস্যকে স্মরণ করে রানা প্লাজার সামনে অঝোরে কাঁদতে দেখা যায় অনেক স্বজনকে। পাশাপাশি সহকর্মীদের শ্রদ্ধা জানাতে এসে অনেক আহত ও পঙ্গু শ্রমিকও কান্নায় ভেঙ্গে পড়েন।

গার্মেন্টস শ্রমিক সমন্ময় পরিষদের সাভার-আশুলিয়া-ধামাইয় এলাকার আহবায়ক রফিকুল ইসলাম সুজন বলেন, রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৮ জন শ্রমিক নিহত ও ২ হাজার ৪৩৮ জন শ্রমিক আহত হয়েছে। সেই নিহত শ্রমিকদের শ্রদ্ধা জনাতে আমাদের সংগঠনের পক্ষ থেকে ১ হাজার ১৩৮ টি গোলাপ দিয়ে অস্থায়ী বেদীতে পুষ্পাঞ্জলি দিয়েছি। এছাড়া তাদের আত্নার শান্তি কামনায় দোয়া করা হয়েছে। সেই সাথে ১ মিনিট নিরবতা পালন করা হয়েছে।

তিনি আরও বলেন, রানা সহ সকল মালিকদের সর্বোচ্চো শাস্তি নিশ্চিত, আজকের এই দিনটি জাতীয় শোক দিবস ঘোষনা, রানা প্লাজার জায়গাটুকু ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পূনর্বাসনের ব্যবস্থা এবং শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে। আমরা সাবাই বলি যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আসলে শ্রমিকদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। যা দেওয়া হয়েছে তা হচ্ছে অনুদান। তাই ক্ষতিপূরণ দিতে হবে।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner