রাঙ্গামাটিঃ পার্বত্য রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলাসহ ৩ পার্বত্য জেলা পরিষদের অধীনে সংশ্লিষ্ট বিভাগ ও চাকরির নিয়োগ প্রক্রিয়া এখন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
সুত্রে আরো জানাগেছে, পার্বত্য জেলা পরিষদের অধীনে জেলার সকল চাকরির নিয়োগ প্রক্রিয়া জেলা পরিষদের কর্তৃক নিয়োগ প্রক্রিয়া চুড়ান্ত করে থাকেন। কিন্তু বিগত বছরের শিক্ষক ও অন্যান্য নিয়োগের ক্ষেত্রে জেলা পরিষদের চাকরির নিয়োগে প্রতিবারই নিয়োগ প্রক্রিয়ায় দলীয় কোন্দল, কোটা ও আঞ্চলিক পর্যায়ে বির্তকিত হতে দেখা গেছে।
এদিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধীনে চলমান শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস, দুর্ণীতি ও অনিয়মের প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে তদন্ত কমিটির সুত্রে প্রকাশ। গত ১৯শে ফেব্রুয়ারী চলমান প্রাইমারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস হওয়ার সুনির্দিষ্ট তথ্য উপাত্তের প্রমাণ পায় তদন্ত কমিটি। এ প্রমাণের কপি যথাযথ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাখিল করেন। বর্তমানে নিয়োগ প্রক্রিয়াটি লিখিত পরীক্ষায় ফলাফল প্রকাশসহ নিয়োগ প্রক্রিয়া চলমান থাকায় পরীক্ষার্থী ও অভিভাবকদের সংশয় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
পার্বত্য জেলা পরিষদের বিগত দিনে নিয়োগ প্রক্রিয়াতে প্রতি বারই এ ধরনের স্বজনপ্রীতি, দলীয় কোন্দল, ঘুষ কেলেঙ্কারী ঘটনা প্রায়ই ঘটেছে। এতে বঞ্চিত হচ্ছে নিরীহ গরীব মেধাবী চাকরী প্রত্যাশীরা। ক্ষুন্ন হচ্ছে সরকারের ভাবমুর্তি।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পার্বত্য জেলা পরিষদের অধীনে সকল বিভাগ ও মন্ত্রণালয়ধীনে পরবর্তীতে চুড়ান্ত নিয়োগ প্রক্রিয়াসহ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিবিড়ভাবে তত্ত্বাধান করবেন বলে প্রধানমন্ত্রি দপ্তর নির্দেশনা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
এই প্রস্তাবের ভিত্তিতে সকল বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তর মন্ত্রণালয়কে বাস্তবায়নের প্রতিবেদন পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
আগামীনিউজ/নাসির