1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বরগুনায় করোনার থেকেও ভয়াবহ পরিস্থিতি ডায়রিয়ায়

বরগুনা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১, ০৭:১৫ পিএম বরগুনায় করোনার থেকেও ভয়াবহ পরিস্থিতি ডায়রিয়ায়

বরগুনাঃ দক্ষিণ বাংলাদেশের উপকূলীয় জেলা বরগুনায় করোনার থেকেও ভয়াবহ পরিস্থিতি হয়েছে ডায়রিয়ায়। গত কয়েক দিনে দুই হাজারেরও বেশি রোগী ভর্তি হয়েছে বরগুনা সরকারি হাসপাতালে। বর্তমান ডায়রিয়া পরিস্থিতি মোকাবেলার জন্য অপর্যাপ্ত সরঞ্জাম, স্বল্প সংখ্যক ডাক্তার ও নার্স এবং পরিচ্ছন্নতা কর্মী হিমশিম খাচ্ছেন।

অফিস সিভিল সার্জন বরগুনা থেকে গণমাধ্যম কর্মীদের জানানো হয়েছে, বরগুনায় জানুয়ারি ২০২১ হতে এপ্রিল ২০২১ সময়ের মধ্যে প্রায় ৫১৭০ জন মানুষ ডায়রিয়ায় অসুস্থ হয়েছে এবং ৫ জন মৃত্যুবরণ করেছেন। ২ হাজার ১৫৩ জন এখন পর্যন্ত জেনারেল হাসপাতাল বরগুনায় চিকিৎসা নিয়েছেন। এখন ১৩৯ ভর্তি আছেন এবং ৪০ সুস্থ অবস্থায় বাড়ি গেছে।

ডাঃ মারিয়া হাসান সিভিল সার্জন বরগুনা গণমাধ্যম কর্মীদের বলেছেন, মৌসুমি আবহাওয়া, অপরিচ্ছন্ন খাদ্য গ্রহণ এবং পানি বিশুদ্ধ করে পান না করায় জেলায় ডায়রিয়ার রোগী ব্যাপকভাবে বেড়েছে। এই পরিস্থিতিতে নানা ভাবে বরগুনার মানুষের সহায়তা পাওয়া গেলেও দক্ষ কিছু মানব শক্তি আমাদের খুবই প্রয়োজন ছিলো।

এছাড়াও ডাঃ মারিয়া হাসান বর্তমান মৌসুমে বরগুনা জেলা সহ সারাদেশে সকল মানুষকে স্বাস্থ্য ও সুস্থতা বিশেষ একটু বেশি সচেতনতা থাকতে অনুরোধ করেছেন।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner