1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ময়মনসিংহে ৬ ট্রাক ভারতীয় পণ্য সহ আটক ১৮

আনোয়ার সাদত জাহাঙ্গীর, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১, ০৭:০৬ পিএম ময়মনসিংহে ৬ ট্রাক ভারতীয় পণ্য সহ আটক ১৮
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহঃ জেলার গৌরীপুরে র‍্যাব কোটি টাকার ভারতীয় পণ্য সহ ১৮ চোরাকারবারিকে আটক করেছে। বুধবার বিকেলে র‍্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোহাম্মদ বেলায়েত হোসাইন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। 

র‍্যাবের হাতে আটককৃতরা হলো- সোলাইমান কবির (৪০), চিত্তরঞ্জন দে (৫১), মো. মতিন (৩৬), খায়রুল ইসলাম (২০), আনোয়ার হোসেন (৩০), আকরাম (২০), মিরাজ (৩০), মমিন (৩২), ইমরান (২৫), রাজু মিয়া (৩০), নজরুল ইসলাম (৪০), মাহফুজুর রহমান (৪০), কামরুল ইসলাম (২২), রুবেল (৩৪), সুমন মীর (৩২), হারেস (৪৭), রাজু (৩২) ও মো. সাব্বির (২০)।
 
মোহাম্মদ বেলায়েত হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে চোরাকারবারিরা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য বাংলাদেশে নিয়ে এসেছে। এ তথ্যের ভিত্তিতে গৌরীপুর উপজেলায় অভিযান চালানোর নির্দেশ দেন র‍্যাব-১৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত।
 
পরে বুধবার ভোর ৪টার দিকে মেজর আখের মুহম্মদ জয় এবং এএসপি তাসলিম হুসাইনের নেতৃত্বে র‍্যাব-১৪ এর ময়মনসিংহ ক্যাম্পের বিশেষ আভিযানিক দল গৌরীপুর উপজেলার বেলতলী বড় মসজিদ এলাকায় অভিযান চালায়। এ সময় ছয়টি ট্রাকভর্তি বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ১৮ চোরাকারবারিকে আটক করা হয়।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner