1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মাগুরায় তালের রস খেয়ে অর্ধশতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত

মাগুরা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১, ০৪:৪০ পিএম মাগুরায় তালের রস খেয়ে অর্ধশতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত

মাগুরাঃ মাগুরায় তালের রস খেয়ে এক গ্রামের অর্ধশতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের ১৮ জন স্থানীয়ভাবে চিকিৎসা নেবার পর অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া অনেকেই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সোমবার বিকালে জেলার শ্রীপুর উপজেলার আমলসার বাজার থেকে তারা এই রস কিনে খান বলে জানা গেছে। ডায়রিয়ায় আক্রান্ত প্রায় সকলের বাড়ি শ্রীপুর উপজেলার আমলসার ও কচু বাড়িয়া গ্রামে। আক্রান্তদের ১৭ জন প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে ৮ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। আক্রান্তদের মধ্যে শিশু, গর্ভবতী মহিলা ও বৃদ্ধসহ সকল বয়সের মানুষ রয়েছে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি মাসুদ মিয়া জানান, সোমবার বিকালে আমলসার বাজার থেকে ৪ গøাস তালের রস কেনেন তিনি ৪০ টাকা দিয়ে। পরে বাড়ি এসে ইফতারের পর পরিবারের ৫ সদস্য মিলে সেই রস খান। এর পর রাতে এক এক পরিবারের সবাই অসুস্থ হলে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে মঙ্গবার রাতে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এহসানুল হক মাসুম জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে ডায়রিয়ার সমস্যা নিয়ে ৯ জন ভর্তি হয়েছে। তাদের স্বজনরা জানিয়েছে তালের রস খেয়ে তাদের এ সমস্যা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner