1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ময়মনসিংহের সরকারী ধানবীজ ও সার জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১, ১২:৫৩ পিএম ময়মনসিংহের সরকারী ধানবীজ ও সার জব্দ

ময়মনসিংহঃ ময়মনসিংহের ধোবাউড়ায় মঙ্গলবার উপজেলা (ভাইস) চেয়ারম্যান আবুল ফজল ও উপজেলা কৃষি অফিসার গোলাম সারোয়ার তুসার, কৃষক‌দের মাঝে বরাদ্দকৃত সরকা‌রি প্রণোদনার বীজ ধানও সার বিতরন কার্যক্রম উদ্বোধন করেন। ধোবাউড়া সদর ইউনিয়নে ১৮৫ জনের নামের তালিকা করে আউষ ধানের প্রনোদনা দেয়ার কথা থাকলেও সেগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়।

প্রান্তিক কৃষকদের আউষ প্রণোদনা হিসেবে মঙ্গলবার ধোবাউড়া সদর ইউনিয়নের ১০৫ জন কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়। প্রত্যেক কৃষকের মাঝে ৫ কেজি করে বীজ ধান ও দুই প্রকারের ৩০ কেজি করে সার বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। বিকেল ৫টার দিকে চারটি রিকশা ভর্তি সার ও বীজ সরকারি গোডাউন থেকে উপজেলা সদর বাজারে যাওয়ার পথে স্থানীয় জনতার সন্দেহ হলে রিকশাগুলো আটক করেন।

উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা গোলাম সারোয়ার তুষার বলেন, আমি শোনার পর নিজে ঘটনাস্থলে গিয়ে ধোবাউড়া থানার এস আই মুর্শেদ আলমকে নিয়ে চারটি রিকশা ভর্তি ৩৬ বস্তা বীজধান ও ২৮ বস্তা সার জব্দ করে থানায় নিয়ে আসি।

পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে জব্দকৃত সার ও বীজ যেখান থেকে বিতরন করা হয় পুনরায় কৃষি বিভাগের গোডাউনে জব্দকৃত মাল নেওয়া হয়।

উদ্ধার হওয়া ৩৬ বীজ ধান ২৮ বস্তা সার কৃষকদের মাঝে বিতরণ না করে অসাধু চক্রের মাধ্যমে সেগুলো পাচার করা হচ্ছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা।

রিকশার চালকরা কৃষি বিভাগকে জানিয়েছেন, সার ও বীজ ৭ জন মেম্বার ধোবাউড়ার গো’ হাটায় নিয়ে যেতে বলেন তাদের। গোডাউন থেকে মালামাল গুলো তারা নিয়ে গো হাটার দিকেই যাচ্ছিল। পথে তাদের আটক করে সাধারণ মানুষ।

রিক্সাচালক বাসেক মিয়া জানান ইউপি সদস্য সাজেদা আক্তার বলেছেন,সেন্টুর দোকানে ১০টি বীজের বস্তা রাখার জন্য।
এ ব্যাপারে কৃষি অফিসার গোলাম সারোয়ার তুষার বলেন,অগ্রাধিকার তালিকা করেছেন ইউনিয়ন পরিষদ। তালিকায় প্রকৃত কৃষকের নাম আসলে এমনটি হওয়ার কথা নয়।

এ ছাড়াও গুদামে দায়িত্ব প্রাপ্ত অফিসার ৫জন গ্রুপে ২৫কেজি বীজ দেয়ার কথা থাকলেও তিনি ২০কেজি করে বিতরণ করায় ৫ কেজি করে উদ্বিত বীজ রয়েছে গুদামে।

৫ জনের ছবি লাগিয়ে একেক জন ৫-৬টি করে স্বাক্ষর করে, কৃষকের অনুপস্থিতি, আইডি কার্ডের ফটো কপি ও কৃষি কার্ড না দেখে কতিপয়  জন প্রতিনিধিদের সাথে আপোষ করে অবৈধ পন্থায় সার বীজ সরবরাহ করেছে।

এ বিষয়ে ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান বলেন,এ বিষয়ে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।কমিটি বিষয়টি তদন্ত ক‌রার পর আইনানুগ ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner