1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বেনাপোলে ভারত ফেরত যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন

মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১, ১২:১৬ পিএম বেনাপোলে ভারত ফেরত যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন
ছবিঃ আগামী নিউজ

যশোরঃ জেলার বেনাপোল স্থলবন্দরে বাস্তবায়ন হয়নি ভারত ফেরত সকল যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কার্যক্রম। ১৮ এপ্রিল পর্যন্ত্য ভারত ফেরত প্রায় তিন শতাধিক যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন চেষ্টা করে অবশেষে হোম কোয়ারেন্টাইন পাঠানো হয়েছে।

এসব যাত্রীদের সকলের আরটিপিসিআর কর্তৃক করোনা নেগেটিভ সনদ ছিল। তবে এদের মধ্যে একজন করোনা পজিটিভ থাকায় তাকে যশোর আড়াইশ শষ্যা জেনারেল হাসপাতালে স্বাস্থ্য বিভাগের তত্বাবাধানে রাখা হয়েছে।

জানা যায়, শিক্ষা, চিকিৎসা আর বাণিজ্যের কথা বিবেচনা করে বর্তমানে করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যেও শর্তসাপেক্ষে একমাত্র বেনাপোল স্থলবন্দর দিয়ে মেডিকেল, বিজনেস আর স্টুডেন্ট ভিসায় দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত সচল রয়েছে। ট্যুরিস্ট ভিসা এখন পর্যন্ত্য বন্ধ। বর্তমানে বাংলাদেশের মত ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। প্রতিরোধ ব্যবস্থা নিতে সরকার গত ৩০ মার্চ ১৮টি প্রস্তাবনা ঘোষণা করে। এর মধ্যে একটি প্রস্তাবনায় উল্লেখ্য ছিল, যারা বিদেশ ফেরত সবাইকে ১৪ দিন নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। পরে সংক্রমণ মুক্ত হলে বাড়িতে ফিরবেন। এরপর সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ পদক্ষেপ গ্রহণ করেন। তবে ইতোমধ্যে দুই দফা চেষ্টা করেও বেনাপোল বন্দরে এ নির্দেশনা বাস্তবায়ন হয়নি। কোয়ারেন্টাইন স্বাস্থ্য সম্মত না হওয়ায় এবং অর্থনৈতিক সংকটের কারণ দেখিয়ে যাত্রীরা সেখানে থাকতে অপারগতা প্রকাশ করেন।

এদিকে গতকাল উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ দ্বিতীয় বারের মত ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কেয়ারেন্টাইন বাস্তবায়নে ভারত ফেরত প্রায় তিন শতাধিক যাত্রীকে নিজ খরচে আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে রাখতে চেষ্টা করেন। কিন্তু জটিল রোগে আক্রান্ত এসব যাত্রীরা কোয়ারেন্টাইনে থাকতে অপারগতা প্রকাশ করে। পরে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি বেনাপোল স্থলবন্দরে জরুরি করে পূর্বের মত হোম কোয়ারেন্টাইনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ঘোষণা করেন।

ভারত ফেরত যাত্রী আলামিন জানান, হঠাৎ স্বাস্থ্য বিভাগের এমন সিদ্ধান্তে আমরা অসহায় হয়ে পড়েছি। দুই বছরের ছেলের শরীরে দুটা বড় অপারেশন করাতে হয়েছে। নিয়মিত তাকে চিকিৎকের পরামর্শ প্রয়োজন। হোটেলে চিকিৎসা সেবা দেবে কে? এছাড়া ভারত থেকে ফিরে হাতে কেবল গাড়ি ভাড়ার টাকা রয়েছে। এখন ১৪ দিন নিজের খরচে পরিবার নিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে টাকা পাবো কোথায়?

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা বলেন, দেশে করোনা আক্রান্ত বেড়ে যাওয়ায় সরকারের পূর্বের নির্দেশনা ভারত ফেরত সকল যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাস্তবায়নের বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারত ফেরত যাত্রীদের যাদের আরটিপিসিআর কর্তৃক করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকবে তারা আগের নিয়মে হোম কোয়ারেন্টাইনে থাকবেন। তবে যাদের এ সনদ থাকবে না তাদের নিজ খরচে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। পরে নমুনা পরীক্ষায় নেগেটিভ হলে বাড়ি ফিরে হোম কোয়ারেন্টাইনে থাকবেন। ভারত ফেরত করোনা আক্রান্ত রোগীদের যশোর সদর হাসপাতালে স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে থাকবে। হোটেল কোয়ারেন্টাইনে যারা থাকবেন তাদেন তদারকি করবেন আনসার ও পুলিশ সদস্যরা।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner