1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি
অকুতোভয়

করোনাযোদ্ধা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন

বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১, ০৮:৪৪ পিএম করোনাযোদ্ধা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন
ছবি: আগামী নিউজ

যশোর: জেলার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। যশোর বাসীর কাছে তিনি পরিচিত অকুতোভয় এক করোনাযোদ্ধা হিসেবে। করোনার প্রকোপের মধ্যেও তিনি মানুষের জীবনের বিপন্নতার কথা চিন্তা করে দিন রাত মাঠে রয়েছেন। ছুটে চলেছেন এক উপজেলা থেকে আরেক উপজেলা।

জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে করোনাভাইরাসের প্রথম ঢেউয়ে নিজেই আক্রান্ত হয়েছিলেন। কোভিডের সাথে লড়াইয়ে জয়ী হয়ে সংক্রমণ প্রতিরোধে ফের অবিরাম ছুটে চলেছেন। এজন্য মানবিক চিকিৎসক কর্মকর্তা হিসেবে ডা. শেখ আবু শাহীন বেশ প্রশংসাও কুড়িয়েছেন। 

যশোরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ২২ এপ্রিল। আক্রান্ত ব্যক্তি ছিলেন মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন স্বাস্থ্যকর্মী। করোনা পরিস্থিতির শুরু থেকেই সংক্রমণ প্রতিরোধে কাজ করছিলেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। কর্মের মধ্যে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। নমুনা পরীক্ষায় । গত ১২ জুলাই তার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে সরকারি বাংলোতে আইসোলেশনে ছিলেন। অসুস্থ থাকার পরেও করোনা সংক্রমণ প্রতিরোধে সহকর্মীদের সাথে মুঠোফোনে যোগাযোগ অব্যাহত রেখেছিলেন । 

গত ২৭ জুলাই নমুনা পরীক্ষার ফলাফলে তাঁর করোনা নেগেটিভ আসে। টানা ১৫ দিন কোভিড-১৯ নভেল করোনাভাইরাসের সাথে যুদ্ধ করে কর্মস্থলে ফিরে নেমে পড়েন করোনার সংক্রমণ প্রতিরোধে। সেই থেকে সপ্তাহে ৭ দিন তিনি কোন না কোন এলাকায় ছুটে চলেছেন। তার ভাষ্যমতে করোনামুক্ত হয়ে নতুন জীবন পেয়েছেন ।

মনোবল রেখেই করোনা সংক্রমণ প্রতিরোধে সকল প্রকার কার্যক্রম করে যাবেন। 

আলাপচারিতায় সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন আগামী নিউজকে জানান, ১৮ এপ্রিল ( রোববার) পর্যন্ত জেলায় ৩৩ হাজার ১ শ’ ৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল পেয়েছেন। তাতে ৫ হাজার ৮শ' ৮৩ জন কোভিড-১৯ নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭৯ জন নারী পুরুষ। এর মধ্যে যশোরের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে মৃত্যু হয়েছে ৬৮ জনের। আর ঢাকায় ৬ জন খুলনায় ৪ জন ও সাতক্ষীরার হাসপাতালে মারা গেছেন ১জন। আক্রান্তদের মধ্যে শুধুমাত্র চিকিৎসক রয়েছেন ৬১ জন। 

বর্তমানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগী। করোনা আতঙ্কের পরিস্থিতিতে সংক্রমণ প্রতিরোধে অবিরাম ছুটে চলেছেন  তিনি। নিজেই সচেতনতামূলক প্রচার প্রচারণায় রয়েছেন। করোনায় আক্রান্ত রোগীদের খোঁজ নেয়ার পাশাপাশি প্রতিদিন পরিদর্শনে যাচ্ছেন জেলা ও উপজেলার কোন না কোন স্বাস্থ্য প্রতিষ্ঠান।

তাকে দেখে চিকিৎসক সেবিকা ও স্বাস্থ্যকর্মীদের মনোবল বাড়ছে। করোনাকালে নিজের জীবন বাজি রেখে বিশেষ ভূমিকার জন্য ডা. শেখ আবু শাহীন সব মহলে প্রশংসিত।

ডা. শেখ আবু শাহীন আগামী নিউজকে জানিয়েছেন, মরণব্যাধি করোনাভাইরাস আতঙ্ক সবার মাঝে রয়েছে। তিনিও এর বাইরে নন। তারপরেও মানুষের কথা চিন্তা করে তার এই ছুটে চলা। কিভাবে করোনার ভয়কে জয় করবেন সেই বিষয়ে মানুষকে সচেতন করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে তার অনেক দায়িত্ব রয়েছে। করোনা মহামারীর এই সময়ে অফিস বা ঘরে বসে থাকলে চলবে না। সুস্থ মানুষ যেনো করোনায় আক্রান্ত না হয় সেই বিষয়ে নানা প্রচার প্রচারণা নিয়ে ছুটছেন মানুষের কাছে।

সিভিল সার্জন জানান,  প্রতিদিন কোন না কোন স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে চিকিৎসক ,সেবিকা ও অন্যান্য কর্মীদের সাথে আলোচনায় বসছেন। তাকে দেখে স্বাস্থ্যকর্মীরা মনোবল ফিরে পাচ্ছেন। তারা আতঙ্ক দুরে ঠেলে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে চলেছেন। তিনি আরো জানান, নিজের জীবনের মায়া ত্যাগ করে দায়িত্বকে বড় করে দেখেছেন। নিয়মিত ভিজিট করছেন করোনা ডেডিকেটেড হাসপাতাল। রোগীদের চিকিৎসাসেবার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন। তাদের থাকা বা খাওয়ার বিষয়ে কষ্ট হচ্ছে না কিনা সেই বিষয়েও কথা বলেন রোগীদের সাথে।

এছাড়া তিনি সাধ্যমতো করোনা রোগীদের পাশে থাকার চেষ্টা করেন। করোনার হিমশিম পরিস্থিতি মোকাবেলায় তিনি সর্বোচ্চ ভূমিকা রাখতে চান। করোনাকালে কোন দায়িত্ব পালনকালে পিছু পা হবেন না। করোনায় আক্রান্তদের সেবা নিশ্চিত ও সুস্থ মানুষের সচেতন করে তোলার অঙ্গিকার নিয়ে দায়িত্ব পালন করে চলেছেন। নিজের মনে শতভাগ আত্মবিশ্বাস অসহায় মানুষের সেবার জন্য তার  ছুটে চলা । 

নিয়মনীতি মেনে চলার আহবান জানিয়ে সিভিল ডা. শেখ আবু শাহীন আগামী নিউজকে জানান, সকলের সচেতনতা ছ্ড়াা করোনা পরিস্থিতি সামলানোর শতচেষ্টা সফল করা সম্ভব নয়। এজন্য করোনা সংক্রমণের প্রকৃত তথ্য জেনে এবং যথাযথ সতর্কতা অবলম্বন করে সবাই সুরক্ষিত থাকুন। 'যতক্ষণ পর্যন্ত মানুষ স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলবে ততই করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বাড়বে।

আগামীনিউজ/নাহিদ
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner