1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি
স্বপ্ন দেখাচ্ছেন বেকারদের

ধামইরহাটে লেবুচাষে স্বাবলম্বী হাবিব

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১, ০৬:৪১ পিএম ধামইরহাটে লেবুচাষে স্বাবলম্বী হাবিব
ছবিঃ আগামী নিউজ
নওগাঁঃ লেবুচাষে স্বাবলম্বী হাবিবুর রহমান হাবিব স্বপ্ন দেখাচ্ছেন বেকারদের। আম ও লিচু বাগানের পাশাপাশি হাবিব লেবুচাষে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। ৩৩ শতাংশ জমিতে বছরে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার লেবু বিক্রয় করে  হাবিব।

হাবিব ধামইরহাট উপজেলার  আলমপুর ইউনিয়নের দক্ষিন শিববাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

তিনি বলেন, এখন আমি শুধু স্বপ্নই দেখিনা, এলাকার মানুষকেও স্বপ্ন দেখাচ্ছি।  এছাড়াও বেকার যুবকদের লেবুচাষে উদ্বুদ্ধ করছি। লেবু চাষ করে এখন আমি সফল ও স্বাবলম্বী।

তিনি  জানান আমার এক বন্ধুর অনুপ্রেরনায় অল্প পরিসরে প্রথম লেবুর বাগান করি। তখন লেবু গাছের জাত সম্পর্কে আমার কোন ধারনা ছিলোনা যার ফলে বছরে একবার ফলন পেতাম।
 
বর্তমানে আমি ৩৩ শতক জমিতে লেবুর বাগান গড়ে তুলেছি। বাগান জুড়ে পুরোটাই চায়না-থ্রি বারোমাসি লেবুর গাছ রয়েছে। কৃষি অফিসের পরামর্শে চায়না-থ্রি বারোমাসি লেবুর গাছ লাগিয়ে বাগান থেকে প্রতিদিন থোকায় থোকায় লেবু পাচ্ছি।’

তিনি জানান, লেবুর রোগ বালাই কম হওয়ায়  সব খরচ বাদ দিয়ে  বাগান থেকে বছরে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার লেবু বিক্রয় করে থাকি। একটা মজার বিষয়, বাগান থেকে শুধু লেবুই নয় গাছে কাটিংয়ের মাধ্যমে চারা তৈরি করেও বছরে দুই থেকে আড়াই লাখ টাকা আয় করা সম্ভব, যা আমি আমার বাগান থেকে পেয়ে থাকি। একটি বারোমাসি লেবু গাছের থোকায় ছয় থেকে আটটি লেবু ধরে থাকে। ভিটামিন সি ও অনান্য পুষ্টি গুণসমৃদ্ধ হওয়ার কারনে এ জাতের লেবুর চাহিদা বাজারে অনেক বেশি।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner