ভাঙ্গায় আ’লীগের দুই গ্রুপের মাঝে সংঘর্ষে আহত ১০
সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১, ০৬:২১ পিএম
ফাইল ফটো
ফরিদপুরঃ জেলার ভাঙ্গায় দল নেতাকে ধরার গুজবে আ’লীগের দুই গ্রুপের মাঝে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত দেলোয়ার ও আবু মোল্লাকে ফরিদপুর বঙ্গবন্ধু মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদের ভাঙ্গা ও রাজৈর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার দুপুরে ঘারুয়া ইউনিয়নের রাজেশ্বরদী গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ ঘটে। দফায় দফায় সংঘর্ষ চলে। পড়ে ঘটনা স্থলে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণ আনে।
এলাকাবাসী জানায়,শাখাওয়াত মাতুব্বর ও ইদ্রিস হাওলাদার এদের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপে বিভক্ত। এরা উভয় গ্রুপই বর্তমান এমপির সমর্থক। ঘটনার দিন দুপুরে একদলের নেতা শাখাওয়াতকে পুলিশ একটি মামলায় গ্রেপ্তার করে নিয়ে যায়।
তখন শাখাওয়াতকে প্রতিপক্ষ ধরে নিয়ে গেছে বলে গ্রামে গুজব ছড়িয়ে পড়ে। এসময় শাখাওয়াত গ্রুপের লোকেরা ঐ পক্ষের উপর হামলা চালায়। এরপর উভয় গ্রুপই সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ব সংঘর্ষে জড়িয়ে পড়ে। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। প্রায় দুই ঘন্টা ধরে চলতে থাকে সংঘর্ষ। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। গত দুইদিন ধরে এদের মাঝে সংঘর্ষ চলতে থাকে উভয় পক্ষের বাড়ীঘর ভাংচুর ও লুটের ঘটনা ঘটে।
এ ঘটনায় ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ বলেন, গত দুইদিন ধরে এদের মাঝে সংঘর্ষ চলতে থাকে। উভয় গ্রুপের তিনটি মামলা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
আগামীনিউজ/এএস