1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সরকারি জলাশয় ভরাট করে রাস্তা তৈরির অভিযোগ

সুমন ইসলাম, ফরিদপুর প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১, ০৩:০০ পিএম সরকারি জলাশয় ভরাট করে রাস্তা তৈরির অভিযোগ

ফরিদপুরঃ ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রণাধীন এক সরকারি জলাশয়ের একাংশ বালু দিয়ে ভরাট করে ব্যক্তিগত রাস্তা তৈরির অভিযোগ উঠেছে পৌরসভার সাবেক এক কাউন্সিলরের বিরুদ্ধে।

বুধবার (১৪ এপ্রিল) দুপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক বিভাগের ফরিদপুর অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন বালু দিয়ে ওই জলাশয় ভরাট বন্ধের নির্দেশ দানের জন্য সুপারভাইজার মো. কাইউম মোল্যাকে পাঠান। কিন্তু নির্দেশনা অমান্য করে বৃহস্পতিবার সকালেও বালু দিয়ে জলাশয় ভরাটের কাজ চালিয়েছেন পৌরসভার সাবেক ওই জনপ্রতিনিধি।

জানা যায়, মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসভাধীন জর্জ একাডেমির পূর্ব পাশে একটি সরকারি জলাশয়ের একাংশ ভরাট করছে বোয়ালমারী পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বিএনপি নেতা মো. আতিকুল ইসলাম। ওই জলাশয়টি সরকারি এবং ফরিদপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সড়ক বিভাগের নিয়ন্ত্রণাধীন। অভিযোগের ভিত্তিতে বুধবার (১৪ এপ্রিল) সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক বিভাগের ফরিদপুর অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন বালু দিয়ে ওই জলাশয় ভরাট বন্ধের নির্দেশ দানের জন্য সুপারভাইজার মো. কাইউম মোল্যাকে পাঠান।

তিনি দুপুরে ঘটনাস্থলে গিয়ে কাউকে না পাওয়ায় এবং অভিযুক্ত ফোন রিসিভ না করায় তার ভাইকে ভরাট কাজ বন্ধের জন্য নির্দেশ দেন। কিন্তু সে নির্দেশনা মানছেন না ওই বিএনপি নেতা এবং সাবেক কাউন্সিলর।

এ ব্যাপারে ফরিদপুর সড়ক বিভাগের সুপারভাইজার মো. কাইউম মোল্যা বলেন, 'আমি ঘটনাস্থলে গিয়ে কাউকে না পাওয়ায় এবং অভিযুক্ত ফোন রিসিভ না করায় আমি তার ভাইকে ভরাট কাজ বন্ধ করার জন্য বলেছি।'

অভিযুক্ত সাবেক কাউন্সিলর মো. আতিকুল ইসলাম বলেন,'ওই জলাশয়ের পেছনে আমার ব্যক্তিগত জায়গা। সেখানে যাওয়ার জন্য আমি জলাশয়ের একাংশ ভরাট করে রাস্তা তৈরি করছি।'

এ ব্যাপারে ফরিদপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন বলেন,'আমি বিষয়টি গতকালই জেনেছি। আমার ওয়ার্ক এসিস্ট্যান্টকে পাঠাচ্ছি। সে গিয়ে ভরাটের কাজ বন্ধ করে দেবে।'

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner