1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নারায়নগঞ্জে সহিংসতার মামলায় হেফাজতের জেলা সেক্রেটারি গ্রেফতার

রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২১, ০১:৫৭ পিএম নারায়নগঞ্জে সহিংসতার মামলায় হেফাজতের জেলা সেক্রেটারি গ্রেফতার

নারায়নগঞ্জঃ হরতালে সহিংসতার অভিযোগে পুলিশের করা মামলায় হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি বশির উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুর্লিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, হরতালের নামে ব্যাপক সহিংসতা ও নাশকতা চালানো হয়েছে। এ ঘটনায় পুলিশের করা ৫ টি মামলার মধ্যে একটি মামলায় মুফতি বশির উল্লাহকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড় থেকে শিমরাইল এলাকা পর্যন্ত হরতালকারীরা সহিংসতা চালায়। তারা যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপভ্যান, মাইক্রোবাস সহ অন্তত ৫০ টি গাড়ি ভাংচুর করে। অগ্নিসংযোগ করে ১৮ টি গাড়িতে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ৯ টি মামলা হয়েছে। এর মধ্যে পুলিশ ৫ টি ও র‌্যাব ১ টি এবং ক্ষতিগ্রস্ত ব্যাক্তিরা ৩ টি মামলা দায়ের করেন।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner