1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ময়মনসিংহে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

আনোয়ার সাদত জাহাঙ্গীর, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২১, ১১:২২ এএম ময়মনসিংহে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
ছবিঃ আগামী নিউজ
ময়মনসিংহঃ জেলার ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের চাউলাদি গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আইয়ুব উদ্দিন খানের দাফন সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার সম্পন্ন হয়।
 
সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই বীর মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৫ মেয়ে রেখে গেছেন। তিনি হরিরামপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং চাউলাদি ডিএস দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেন। সামাজিক সংগঠক হিসাবে তার ব্যাপক খ্যাতি ছিল।
 
মরহুমের জানাযার নামাজ মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
 
জানাজায় উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, বাংলাদেশ মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম মানিক, ত্রিশাল পৌরসভার মেয়র এ.বি.এম আনিছুজ্জামান আনিছ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, ডেপুটি কমান্ডার আঃ মান্নান প্রমুখ।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner