1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

চকরিয়ায় আবাসিক হোটেল থেকে ৬ জন আটক

জাফর আলম,কক্সবাজার প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২১, ১১:১৫ এএম চকরিয়ায় আবাসিক হোটেল থেকে ৬ জন আটক

কক্সবাজারঃ কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষকে আটক করেছে। আটককৃতদের রাতেই থানায় সোপর্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে প্রশাসনের ভ্রাম্যমান আদালত বসিয়ে আটকদের জরিমানা ও মুছলেখা মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়। সোমবার রাত ১০টার দিকে মালুমঘাট স্টেশনের আবাসিক হোটেল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। তবে আটককৃত ৬ নারী-পুরুষের নাম পরিচয় পাওয়া যায়নি।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ বলেন, ডুলাহাজারাস্থ মালুমঘাট স্টেশনের কয়েকটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে বলে প্রশাসনের কাছে মৌখিক ভাবে ও মুঠোফোনে অভিযোগ করেন স্থানীয় বেশকিছু মুসল্লি।

এরই প্রেক্ষিতে সোমবার রাতে ওই আবাসিক হোটেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোটেল থেকে ৬ জন নারী-পুরুষকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করে ও মুছলেখা মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner