1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

আশুলিয়ায় মিনি ক্যাসিনোয় ২৫ জুয়ারী আটক

হাসান ভূঁইয়া, সাভার প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২১, ০৩:৪৬ পিএম আশুলিয়ায় মিনি ক্যাসিনোয় ২৫ জুয়ারী আটক
ছবি: আগামী নিউজ

ঢাকা: সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে মিনি ক্যাসিনোর আসর হতে ২৫ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের নিকট হতে ৯৩ হাজার টাকা, একটি ইলেকট্রিক ক্যাসিনো বোর্ড ও জুয়া খেলার প্লেইং কার্ড জব্দ করা হয়।

মঙ্গলবার ( ১৩ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪।

এরআগে, সোমবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী ও বলিভদ্র এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকেরা হলেন- মো. মোতালেব (১৯) ও মো. আলমগীর (২৫), সবুর মন্ডল (৪০), তৌফিক হোসেন, আবুল কালাম (৩৯), রহিদুল বাঘ (২৫), মোঃ সাজ্জাদ হোসেন (৪০), মো. রাজু (২৮), মো. ইলিয়াস (৩২), মো. আজিজুল (৩৫), কামাল শিকদার (৩৫), সুহাগ লস্কর (২৯), রবিউল ইসলাম (৩৬), জহিরুল ইসলাম (৩৮), জাকির হোসেন (২৮), আবুল হোসেন (২৬), রিপন মিয়া (৪০), মিলন রায় (৪৫), শহিদ প্রমানিক (৩৫), রবিউল হোসেন (৪০), বেলাল শেখ (৪৫), মো. সাগর (২০), মজিবুর রহমান (২০), শাহ আলম (৪৫) ও মো. সুহেল (১৮)। 

র‌্যাব জানায়, গত সোমবার আশুলিয়ার পলাশবাড়ী ও বলিভদ্র এলাকায়  জুয়ার আসর চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মিনি ক্যাসিনো জুয়ার আসর থেকে ২৫ জুয়াড়িকে আটক করা হয়। জব্দ করা হয় ৯৩ হাজার টাকা, একটি ইলেকট্রিক ক্যাসিনো বোর্ড, জুয়া খেলার প্লেইং কার্ড ও ২৪টি মোবাইল ফোন।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, প্রাথমিকভাবে আটক জুয়াড়িরা অভিযোগের সত্যতা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। 

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner