1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

শ্রীপুরে মসজিদের বারান্দা থেকে অচেতন ব্যক্তি উদ্ধার

মোক্তার হোসেন, গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২১, ০২:৩৮ পিএম শ্রীপুরে মসজিদের বারান্দা থেকে অচেতন ব্যক্তি উদ্ধার
ছবি: আগামী নিউজ

গাজীপুর: জেলার শ্রীপুরে জামে মসজিদের বারান্দায় অচেতন অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। 

মঙ্গলবার (১৩ এপ্রিল)  সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের ফারুকিয়া জামে মসজিদের বারান্দা থেকে তাকে উদ্ধার করা হয়। 

অচেতন ব্যক্তির সাথে থাকা র‌্যাবের পরিচয়পত্র অনুযায়ী ওই ব্যাক্তির নাম আব্দুল করিম। তার পদবী কনস্টেবল, আইডি নং- ৩৫০২৮৮। ২০১৬ সালে ইস্যু করা এই পরিচয় পত্রের মেয়াদ রয়েছে ২০১৮ সালের ১১ এপ্রিল পর্যন্ত। তাকে উদ্ধারের পর তিনি কোন 

বাহিনীর সদস্য, বর্তমানে চাকরিরত না অবসরে রয়েছেন বিষয়টি জানার জন্য স্বজনদের খবর দিয়েছে র‌্যাব। র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গাফফার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ফজরের নামাজের সময় মুসুল্লিরা মসজিদে প্রবেশ করতে গেলে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। এ সময় ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা তাকে উদ্ধার করেন।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গাফফার বলেন, র‌্যাবে সকল বাহিনীর সদস্যরা থাকেন। তিনি সম্ভবত আনসার বাহিনীর সদস্য ছিলেন, বর্তমানে তিনি অবসরে থাকতে পারেন বলে জানান। তবে তিনি কোন বাহিনীর সদস্য, বর্তমানে চাকরিরত রয়েছেন কি না, বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তার স্বজনদের খবর দেয়া হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অচেতন ব্যক্তিকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে। ঘটনার অনুসন্ধান করছে র‌্যাব।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner