1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

হিজলায় বিরোধের জেরে নারীকে কুপিয়ে হত্যা

বরিশাল ব্যুরো প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১, ০৯:২২ এএম হিজলায় বিরোধের জেরে নারীকে কুপিয়ে হত্যা

বরিশালঃ বরিশালের হিজলায় উপজেলায় রেহেনা বেগম (৪১) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা সন্ত্রাসীরা। রবিবার বিকেলে শ্রীপুর গ্রামে নিজ ঘরের সামনেই তাকে হত্যা করা হয়। এ সময় তাকে বাঁচাতে গেলে তার মা নূরজাহান বেগমকেও (৭০) কুপিয়ে আহত করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। আশংকাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত রহিম মাস্টার এবং মৃত আব্দুল মন্নানের ওয়ারিশদের মধ্যে জমির সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। ওই বিরোধপূর্ণ জমির সিমানা নিয়ে বাদানুবাদের জেরে রহিম মাস্টারের ছেলে তামিম ও তার সহযোগীরা রবিবার বিকেলে রেহানা বেগম ও তার মায়ের ওপর হামলা করে। স্বজনরা মা ও মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রেহেনা বেগমকে মৃত ঘোষনা করেন চিকিৎসক।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার সিকদার জানান, রেহেনা বেগমের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তার মা হাসপাতালে ভর্তি রয়েছেন।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner