1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ছেলের আত্মহত্যার শোকে বাবার মৃত্যু

শরিফুল ইসলাম, রংপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১, ০৯:৪২ পিএম ছেলের আত্মহত্যার শোকে বাবার মৃত্যু

রংপুর : জেলার মিঠাপুকুরে  ছেলের আত্মহত্যার শোকে মোজাম্মেল হক নামের এক বাবার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকালে বিষয়টি আগামী নিউজকে নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন।


নিহত মোজাম্মেল হক উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাসিন্দা। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় মোজাম্মেল হকের ছেলে আব্বাস আলী  মা-বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেন।

স্বজন ও পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় মা-বাবার সঙ্গে অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আব্বাস আলী। পরদিন সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ছেলের মৃত্যুর ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বাবা মোজাম্মেল হক।

পরে বুধবার বিকেলে মোজাম্মেল হকের মৃত্যু হয়। একদিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মিঠাপুকুর থানার ওসি(তদন্ত) জাকির হোসেন বলেন, ছেলে আব্বাস আলীর মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। বাবা মোজাম্মেল হকের স্বাভাবিক মৃত্যু হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner