
বগুড়া: জেলা শহরের একটি গ্যারেজে জুয়া খেলার সময় ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ বগুড়ার স্পেশাল কোম্পানী।
মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শহরের চকলোকমান কলোনী এলাকার গ্যারেজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ধুনটের হেউটনগর গ্রামের শফিকুল ইসলাম (৩০), পিরাপাট গ্রামের জুয়েল রানা (৩০), নিমগাছী গ্রামের শাহীন বাদশা (৪৫), একই গ্রামের ছয়ফল (৩৮), ফরিদপুর গ্রামের মাহমুদুল (২২), জয়শিং গ্রামের মিলন (২২), বুলবুল আহম্মেদ (৩৪), গাবতলী উপজেলার কালিহাটা গ্রামের মো. রনজু (৪০), কলাকোপা গ্রামের ইসমাইল হোসেন (৩৫) এবং কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার আমজাদ হোসেন (৩০)।
র্যাব-১২ বগুড়ার স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, অভিযানে দুই সেট তাস, দুটি চট, ৫টি মোবাইল, ১০টি সিম এবং জুয়া খেলার ৭হাজার ৯৪০ টাকা উদ্ধার করা হয়েছে।
এছাড়া জুয়াড়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তাদের বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
আগামীনিউজ/মালেক