ঢাকাঃ জেলার সাভারের আশুলিয়ায় একটি বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ওই বাজারের অন্তত ৯টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বুধবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে আগামী নিউজকে বিষয়টি নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।
এর আগে, মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ১২ টার দিকে আশুলিয়ার শিমুলিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রাত সাড়ে ১১ টার দিকে বাজারের একটি দোকানের বিদ্যুতের তার ছিড়ে আগুন ধরে যায়। মহুর্তেই আগুন কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম আগামী নিউজকে জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত নিশ্চিত হয়া গেলেও ক্ষয়-ক্ষতির পরিমান এখনো নিশ্চিত করা যায়নি। তবে আনুমানিক ধারণা করছি ১৫-২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে।
আগামীনিউজ/এএস