1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বাঁশখালীতে সাঁকো পাড় হতে গিয়ে প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১, ০৬:১৬ পিএম বাঁশখালীতে সাঁকো পাড় হতে গিয়ে প্রাণ গেল শিশুর
ফাইল ফটো
চট্টগ্রামঃ জেলার বাঁশখালীর পুইছড়ি ইউনিয়নে বাঁশের সাঁকো দিয়ে খাল পার হতে গিয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মো. শাহাদাত (৬)। সে পূর্ব পুইছড়ি নতুন পাড়া এলাকার আবদুল গফুরের পুত্র।
 
মঙ্গলবার (৬ এপ্রিল) বিকাল ২টার দিকে পূর্ব পুঁইছড়ি বড় পাড়া কবরস্থান সড়কের বাঁশের সাঁকো সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত শাহাদাত পূর্ব পুঁইছড়ি তালিমুল কোরআন ও নুরানী মাদরাসায় শিশু শ্রেণির ছাত্র বলে জানা যায়।
 
স্থানীয় সূত্রে জানা যায়,  বড় পাড়া কবরস্থান সড়কে বর্ষার সময় পানি চলাচলের জন্য কালবার্ট বসানো হয়েছে। এক সময় কালবার্ট সংলগ্ন সড়কের বড় একটা অংশ ভেঙ্গে যাওয়ায় সড়কেই চলাচলের জন্য বাঁশের সাঁকো বসানো হয়। আজ পর্যন্ত ভাঙ্গা সড়কটি মেরামতে কোন জনপ্রতিনিধি এগিয়ে আসেনি। যার ফলে আজকে এই দূর্ঘটনা ঘটলো।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্ব পুইছড়ি তালিমুল কোরআন ও নুরানী মাদরাসার প্রিন্সিপাল মাও. মুহাম্মদ শফি বলেন, প্রতিদিনের মতো শাহাদাত মিয়া বাড়ি থেকে মাদরাসায় আসার সময় বড় পাড়া কবরস্থান সড়কের উপর দিয়ে বাঁশের সাঁকো পার করতে গিয়ে অসাবধান বশত ডোবায় পড়ে গেলে তার সাথে থাকা অন্যান্য শিক্ষার্থীদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে ডোবা থেকে উদ্ধার করে। পরে তাকে স্থানীয়রা বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner