1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

লকডাউনের প্রভাব পরেনি মাদারীপুরে

মাসুদ রেজা ফিরোজী, মাদারীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৫, ২০২১, ০৭:০৫ পিএম লকডাউনের প্রভাব পরেনি মাদারীপুরে
ছবিঃ আগামী নিউজ

মাদারীপুরঃ সারাদেশে সোমবার (৫ এপ্রিল) থেকে সরকার লকডাউনের ঘোষণা দিয়েছে। মাদারীপুৃরে লকডাউনের এর প্রথম দিনে জেলার সাধারণ মানুষের মধ্যে কোন প্রভাব পরতে দেখা যায়নি। অন্যান্য দিনের মতো শহরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে যদিও যাত্রীবাহী বাস চলাচল বন্ধ আছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সরকারের লকডাউনের নির্দেশনা বস্তবায়ন করার লক্ষে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শহর ঘুরে দেখা গেছে, বেশির ভাগ বিভিন্ন দোকান-পাট খোলা আছে। হোটেল গুলোতে মানুযের বসেই খেতে দেখা যায়। শহরে অন্যান্য গণপরিবহন স্বাভাবিক চলাচল করছে। পরবর্তীতে প্রশাসন অভিযান পরিচালনা করে বিভিন্ন দোকান-পাট বন্ধ করে এবং পুলিশ বিভিন্ন যানবাহনের চলাচলের উপরে নিয়ন্ত্রণ আনতে পেরেছে।

এদিকে সাধারণ জনগণের মধ্যে লকডাউনের শর্ত মানার প্রতি তেমন কোন আগ্রহী চেখে পড়েনি। শহরে পুলিশের টহল বৃদ্ধি ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে সাধরণ মানুষের মধ্যে সচেতনার কাজ করছে। এছাড়া জেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন এলাকায় মানুষদের সচেতন ও নিষেধাজ্ঞা মানতে কাজ করে যাচ্ছে।

অপরদিকে, মাদারীপুরের শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে সকাল ৬ টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে। তবে জরুরী সেবার কাজে নিয়োজিত যানবাহনের জন্য বিশেষ একটি ফেরি চলাচল করছে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner