1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি
দোকান-মার্কেট খোলা রাখার দাবিতে 

ঝিনাইদহে ব্যবসায়ীদের সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল 

এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৫, ২০২১, ০৫:৫৫ পিএম ঝিনাইদহে ব্যবসায়ীদের সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল 
ছবি: আগামী নিউজ

ঝিনাইদহ: জেলার কালিগঞ্জে লকডাউনের বিরুদ্ধে ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ব্যবসায়ীরা। লকডাউনের প্রথম দিন সোমবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় প্রায় দেড়ঘন্টা সড়কের উপর বসে অবরোধ করেন ব্যবসায়ীরা।

এর কিছুক্ষণ পর কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমানের সাথে ব্যবসায়ী নেতারা আলোচনা করে দুপুর দুইটার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

এরপর সড়ক অবরোধ শেষে অবিলম্বে লকডাউন প্রত্যাহার দাবিতে ব্যবসায়ীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেইন বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। মিছিলে লকডাউন প্রত্যাহারের দাবিতে অবৈধ লকডাউন মানি নাসহ বিভিন্ন শ্লোগান দেন ব্যবসায়ীরা।

এ সময় বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা ব্যবসায়ী মালিক সমিতির যুগ্ম আহবায়ক ইনদাদুল হক ইনতা, মো: আব্দুল হান্নান, জহুরুল হক বিপ্লব, আক্তার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সারাবছর তেমন বেচাকেনা থাকে না ব্যবসায়ীদের। ঈদেই একটু ভালো বেচাকেনা হয়। এর আগের ঈদেও ব্যবসায়ীরা লকডাউনে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। তারা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করতে চান। অবিলম্বে লকডাউন প্রত্যাহার করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তারা।

কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, কিছুক্ষণ ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে। এরপর তারা তাদের অবরোধ প্রত্যাহার করেছে।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner