রাজবাড়ীঃ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ফাউন্ডেশন ফর হিউম্যানিটি।
বৃহস্পতিবার সকালে বহরপুর ইউনিয়নের মাতব্বরের মোড়ে ক্যাম্পিং শুরু হয়ে বিকাল পর্যন্ত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইনটি চলে।
কর্মসূচির মাধ্যমে মহল্লার প্রায় ২ শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ক্যাম্পেইনটি পরিচালনা করেন মো.আতিকুজ্জামান আশিক, মো.রেজোয়ান শেখ, ওমর ফারুক, রাজিবসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, তারা দেশব্যাপী বিভিন্ন জেলায় ফ্রি ক্যাম্পেইন করে রক্তদাতাদের একটা বৃহৎ ডাটাবেজ তৈরি করবেন।
ফাউন্ডেশন ফর হিউম্যানিটির প্রতিষ্ঠাতা শামসুজ্জামান সবুজ আগামী নিউজকে বলেন, ‘ফাউন্ডেশন ফর হিউম্যানিটি দেশজুড়ে একটি বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন ও প্লাটফর্ম। ফাউন্ডেশন ফর হিউম্যানটি তে রেজিস্ট্রেশন করে যে কেউ এর সদস্য হতে পারেন। ক্যাম্পেইনটির সার্বিক তত্বাবধান করেন মো: রানা সেখ।
ক্যাম্পেইনটি উদ্বোধন করেন সাবেক ইউ. পি সদস্য আবুল শেখ, বহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো: সেলিম সেখ।
আগামীনিউজ/এএস