1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মাদারীপুরে হেফাজতের ঢিলেঢালা হরতাল

মাসুদ রেজা ফিরোজী, মাদারীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৮, ২০২১, ০২:২১ পিএম মাদারীপুরে হেফাজতের ঢিলেঢালা হরতাল
ছবিঃ আগামী নিউজ

মাদারীপুরঃ হেফাজতে ইসলামের ডাকা রবিবার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালে মাদারীপুরে ঢিলেঢালাভাবে চলছে।  গণপরিবহন চলাচল করলেও অন্যদিনের চেয়ে কম যাত্রী দেখা গেছে। তবে হরতালের সমর্থনে কোন ধরণের পিকেটিং মাদারীপুরে দেখা যায়নি।

রবিবার সকাল থেকেই অন্যদিনের মতো অভ্যন্তরীণ রুটে সব ধরণের যাত্রীবাহী পরিবহন ছেড়ে যায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে। দূরপাল্লার পরিবহনও চলাচল করছে। অন্যদিনের চেয়ে যাত্রী কিছুটা কম নিয়ে।

শহরের সড়কে যাত্রী সংখ্যা কিছুটা কম নিয়ে ইঞ্জিতচালিক রিকসা, অটোরিকসা, ইজিবাইকেও চলাচল করছে। তবে পাঞ্জাবি-টুপি পরিহিত অনেককে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে মাদারীপুর-শরীফতপুর আঞ্চলিক সড়ক, ঢাকা-বরিশাল মহাসড়কে। এদিকে গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক ও স্থান গুলোতে টহল দিচ্ছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার বলেন, অন্যদিনের মতো আমাদের সব ধরণের পরিবহন চলছে। হরতালের কোন প্রভাব পরিবহনে পড়েনি। তবে যাত্রী কিছুটা কম। হরতালের ভয়ে মানুষ কাজ না থাকলে ঘর থেকে বের হচ্ছে না।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল আগামী নিউজকে জানান, সিভিল সার্জন অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পরিষদসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়ন রাখা আছে। এছাড়া তিনটি স্টাইকিং ফোর্স করে গুরুত্বপূর্ণ স্থানে রাউন্ড দেয়া হচ্ছে। জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার্থে সোচ্চার আছে। যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner