গোপালগঞ্জঃ স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জে ২ দিন ব্যাপি শুরু হয়েছে উন্নয়ন মেলা।
এ উপলক্ষে আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বেল হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহরের পৌর পার্কের মেলা স্থলে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
পরে সেখানে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) ইলিয়াছর রহমান, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ বক্তব্য রাখেন। মেলায় ৪০ টি স্টল বসেছে।
আগামীনিউজ/এএস