
পিরোজপুরঃ স্বাধীনতার রজতজয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে দেশব্যাপী উদযাপন অনুষ্ঠানের অংশ হিসেবে জেলার ইন্দুরকানী উপজেলায় বর্ণাট্য র্যালি, দুদিন ব্যাপি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
র্যালি শেষে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান সেলিম, উপজেলা জাতীয় পার্টি জেপি'র সাধারণ সম্পাদক মোঃ শাহিন হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রুহুল আমীন বাগা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, মুক্তিযুদ্ধা আঃ লতিফ হাওলাদার, আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক দুলাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম প্রমুখ।
শনিবার ২৭ ও ২৮ দুদিন ব্যাপি মেলা শুরু হয়। মেলায় মোট ৩৩ টি ষ্টল অংশ নেয়। এ সময় উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার ষ্টল গুলো ঘুরে দেখেন।
আগামীনিউজ/এএইচ